Bangla News Dunia, Pallab : ইউসুফ আউট, অভিষেক ইন! সূত্র মারফৎ তেমন খবরই সামনে এসেছে। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) এবং সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে বিশ্বের দরবারে প্রতিনিধি পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই প্রতিনিধি দলে তৃণমূলের তরফে যোগ দিচ্ছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : মারণ ক্যান্সারের ঝুঁকি কমাতে কোন কোন খাবার খাবেন ? দেখে নিন তালিকা
সূত্রের খবর, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেশ কিছুক্ষণ তাঁরা দু’জনে কথা বলেন। সংসদীয় দলে তৃণমূলের পক্ষ থেকে অভিষেক থাকবেন বলে ফোনেই রিজিজুকে বলেন মমতাই। এরই সঙ্গে রিজিজুর কাছে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল সুপ্রিমো বলেন, দলের নেতৃত্বকে না-জানিয়ে কীভাবে কেন্দ্র তৃণমূলের প্রতিনিধির নাম ঠিক করা হয়েছিল? এরপর দীর্ঘ আলোচনা চলে দু’জনের মধ্যে। অবশেষে অভিষেকের নাম মমতা বলতেই তা মেনে নেন রিজিজু। যদিও রিজিজুই ফোন করে সরাসরি যোগাযোগ করেছিলেন ইউসুফ পাঠানের সঙ্গে। তাঁর কাছে চেয়েছিলেন পাসপোর্ট সংক্রান্ত নথি। এই বিষয়টি তৃণমূল সুপ্রিমোর কানে যেতেই বিষয়টি রুখতে ময়দানে নেমেছিলেন তৃণমূলের সংসদীয় দলের প্রথম সারির নেতারা।