ইসরাইলের বিমানবন্দরে মিসাইল হামলা ! মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

By Bangla News Dunia Dinesh

Published on:

MISSILE

Bangla News Dunia, Pallab : তেল আবিবের (Tel Aviv) বিমানবন্দরে আচমকাই মিসাইল হামলা চালাল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর জেরে ফিরিয়ে নিয়ে আসা হল দিল্লি থেকে তেল আবিবগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান। এয়ার ইন্ডিয়ার বিমানটি তেল আবিবের মাটি স্পর্শ করার ঘন্টাখানেক আগে হুথিদের (Houthi) মিসাইলটি তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দর (Ben Gurion) সংলগ্ন পার্কিং লটে আছড়ে পড়ে। যার জেরে ৪ জন জখম হয়েছেন। এলাকাটিতে বিরাট গর্ত তৈরি হয়। সাময়িকভাবে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এরপরই মাঝ আকাশ থেকেই এয়ার ইন্ডিয়ার (Air India) এআই ১৩৯ বোয়িং ৭৮৭ বিমানটি আবু ধাবিতে ঘুরিয়ে নেওয়া হয়। পরে সেটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসা হয়। জানা গেছে আগামী ৬ মে পর্যন্ত তেল আভিবে বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

এয়ার ইন্ডিয়ার তরফে আশ্বাস দেওয়া হয়েছে।  যে যাদের বৈধ টিকিট আছে তাদের টিকিট মূল্য ফেরত দেওয়া হবে অথবা যাত্রার সূচি পুনঃনির্ধারণের সুযোগ দেওয়া হবে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও এই মিসাইল হামলার পরই হুথিদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন ইজরায়েয়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তিনি পালটা প্রতিশোধ মূলক হামলার হুমকি দিয়ে বলেছেন, ‘আমরা ওদের বিরুদ্ধে আগেও হামলা চালিয়েছি, ভবিষ্যতেও চালাব।’ মূলত গাজায় বসবাসকারী প্যালেস্টাইনের নাগরিকদের প্রতি সংহতি জানাতেই বেন গুরিয়েন বিমানবন্দরে হুথিরা এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। বেন গুরিয়নই ইজরায়েলের আন্তর্জাতিক প্রবেশদ্বার বলে মনে করা হয়। হামলার ফলে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন