Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ইস্তফা দিলেন হেভিওয়েট তৃণমূল সাংসদ ! তার দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী। গতকাল রাজ্যসভায় অধিবেশন চলাকালীনই নাটকীয়ভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। উলেখ্য লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়া অর্জুন সিংয়ের কাছে হেরে যান দীনেশ। রাজ্যসভায় দীনেশ ত্রিবেদী বলেন, আমি আজ রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছি।
I am resigning from Rajya Sabha today. There is violence happening in my state. We cannot speak anything here: TMC Rajya Sabha MP Dinesh Trivedi pic.twitter.com/6xvEYtciwF
— ANI (@ANI) February 12, 2021
প্রসঙ্গত সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর দীনেশের BJP-তে যোগদানের জল্পনা বাড়ছে। রাজ্যে অশান্তি হচ্ছে। আমরা সেখানে কিছু বলতে পারি না। তিনি বলেন অন্তরাত্মা বলল, তুমি এখানে বসে কিছু করতে পারছো না। তাই তোমার ইস্তফা দেওয়া উচিত। বাংলার জন্য কাজ করবো। এরপর সংবাদ মাধ্যমে BJP সাংসদ অর্জুন সিং বলেন, উনি আমার দাদার মতো। তিনি BJP-তে এলে খুব খুশি হব। তৃণমূলের সাংসদ সৌগত রায় বলেন, আমি খুব দুঃখিত।
আরো পড়ুন :- ঠাকুরনগরের সভায় শাহী ঘোষণা ! বিস্তারিত পড়ুন
উলেখ্য সাংসদের ইস্তফার পর BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন ওই দলে যাঁরা ভদ্রলোক রয়েছেন, তাঁরা সকলে ওই দল ছেড়ে বেড়িয়ে যাবে। কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, যাঁরা দেশ সেবা করতে চান। তাঁরা তৃণমূলে থাকবেন না। কিন্তু এই দিন দীনেশ বাবু বলেন দলের প্রতি আমি কৃতজ্ঞ। তারাই আমাকে এখানে পাঠিয়েছে। কিন্তু আমার দম বন্ধ হয়ে আসছিল।
Highlights
1. ইস্তফা দিলেন হেভিওয়েট তৃণমূল সাংসদ !
2. কিন্তু এই দিন দীনেশ বাবু বলেন দলের প্রতি আমি কৃতজ্ঞ
#BJP #TMC