Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বর্তমানে তাঁদের রেজাল্ট জানার জন্য (HS Exam Result) আগ্রহী। অনেকদিন হলো পরীক্ষা শেষ হয়েছে। এখনো পর্যন্ত সংসদের তরফে ফলপ্রকাশের দিন, তারিখ জানানো হয়নি। এদিকে, ২৬ হাজার চাকরি বাতিলের ঘটনায় তোলপাড় পশ্চিমবঙ্গ। হাজার হাজার শিক্ষকরা চাকরি থেকে বহিষ্কৃত হলে, তবে পরীক্ষার খাতা দেখবেন কারা? এই প্রশ্ন আগেই উঠছিল। তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশে কি বিলম্ব হবে?
West Bengal HS Exam Result 2025
তবে যে সকল পরীক্ষার্থীরা এবার পরীক্ষায় বসে ছিলেন তাঁদের ও তাঁদের অভিভাবকদের মনে প্রশ্ন থেকেই যায়। প্রধানত পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম বদলে যাচ্ছে। বার্ষিক পরীক্ষার বদল হয়ে সেমিস্টারের নিয়মে পরীক্ষা হবে। তবে যারা এবার পরীক্ষা দিয়েছেন, তারা আগের নিয়মেই পরীক্ষায় বসে ছিলেন। পরীক্ষা শেষ হওয়ার কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ফলপ্রকাশের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
এদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হলে তবেই কলেজে ভর্তি শুরু হবে। ফর্ম ফিল আপ শুরু হবে। তাই ফলপ্রকাশে বিলম্ব হলে সবকটি প্রক্রিয়া পিছিয়ে যাবে। আপাতত সকলে ভাবছেন, সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের নির্দেশ হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার উপর প্রভাব ফেলছে। যোগ্য অযোগ্য বাছাই না হতে বহু শিক্ষক এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবে তার প্রভাব পড়বে খাতা দেখার উপর। বহু শিক্ষক খাতা দেখতে চাইছেন না। যার ফলস্বরূপ খাতা চেক করায় বিলম্ব হচ্ছে।
আরও পড়ুন:- ২১শে এপ্রিল থেকে রেশন কার্ডের নিয়মে বড় পরিবর্তন। বিপদে পড়তে না হলে জেনে নিন
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
সেক্ষেত্রে অনেকেই মনে করছেন, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিন হয়তো পিছিয়ে যেতে পারে। এর আগে জানা গিয়েছিল খুব সম্ভবত মে মাসের প্রথম সপ্তাহে ফলাফল ঘোষণা হবে। কিন্তু এখন খবর পাওয়া যাচ্ছে, সেটা হয়তো পিছিয়ে যেতে পারে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। যদিও এখনো পর্যন্ত পর্ষদের তরফে এ বিষয়ে নতুন করে কিছু জানানো হয়নি।
এখন এটাই খবর পাওয়া যাচ্ছে যে, পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে বেশ কয়েক সপ্তাহ পিছিয়ে যেতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ।বিশেষজ্ঞদের মত, হয়তো মে মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট জারি হবে। আর মে মাস থেকে জুন মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। এখন দেখা যাক কি সিদ্ধান্ত হয়।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট চেক করবেন কিভাবে?
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার তারিখ ঘোষণা হওয়ার পর আপনার রেজাল্ট চেক করার জন্য অনলাইন ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এর জন্য আপনি wbresults.nic.in অথবা www.wbchse.nic.in ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ২০২৫ এই অপশনে ক্লিক করলে সরাসরি আপনার রেজাল্ট দেখে নিতে পারবেন। প্রয়োজনে সেটি ডাউনলোড করে নিতেও পারবেন।
উপসংহার: এসএসসি কাণ্ডের প্রভাব পড়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশে। প্রধানত খাতা দেখার বিলম্ব হওয়ার কারণে ফলপ্রকাশেও দেরি হচ্ছে। আপাতত একটি সম্ভাব্য তারিখ সামনে এসেছে। তবে রেজাল্টের দিনক্ষণ জানার জন্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
আরও পড়ুন:- ১১ কোটি প্যান কার্ড বাতিল! জানুন প্যান আধার লিংক না করলে কী কী বিপদ হবে?