উচ্চমাধ্যমিক পাশের পর সেরা স্কলারশিপ ২০২৫। কিভাবে আবেদন করবেন জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক (HS) পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জন্য সেরা স্কলারশিপ ২০২৫ হিসাবে বেশ কিছু সরকারি ও বেসরকারি স্কলারশিপ উপলব্ধ রয়েছে। এই স্কলারশিপ গুলি মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য উৎসাহিত করে। এখানে আমরা জানব সেরা স্কলারশিপ গুলো, যেই গুলিতে আপনি সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পাশের পর সেরা স্কলারশিপ ২০২৫

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (SVMCM) – পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে পরিচালিত এই স্কলারশিপটি উচ্চ মাধ্যমিক পাশের পর স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য, সাধারণত ৬০% নম্বর পেলে আবেদন করা যায় সংরক্ষিত শ্রেণির জন্য কিছু ছাড় রয়েছে। মাসিক স্কলারশিপ 1000 – 5000 পর্যন্ত, অনলাইন আবেদন করার জন্য ওয়েবসাইটে যেতে হবে। মার্কশিট, আয় শংসাপত্র, ব্যাংক একাউন্ট ডিটেলস, আধার কার্ড লাগবে।

জাতীয় স্কলারশিপ পোর্টাল (NSP) স্কিম – কেন্দ্রীয় সরকারের উদ্যোগে পরিচালিত এই প্ল্যাটফর্মে একাধিক স্কলারশিপ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাশের পর বিভিন্ন কেন্দ্রীয় স্কিমে আবেদন করা যায়। NSP স্কিমের কয়েকটি স্কলারশিপ ২০২৫ – Post Matric Scholarship for Minorities, Merit cum Means Scholarship, Central Sector Scholarship Scheme, একটি মাত্র লগ ইন দিয়ে একাধিক স্কিমে আবেদন, Direct Benefit Transfer (DBT) এর মাধ্যমে টাকা একাউন্টে পৌঁছে যায়।

আরও পড়ুন:- পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন

কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa – K3) – শুধুমাত্র পশ্চিমবঙ্গের কন্যা শিক্ষার্থীদের জন্য, যারা K2 স্কিমে অন্তর্ভুক্ত ছিলেন এবং এখন স্নাতক স্তরে পড়াশোনা করছেন, তারা K3 স্কিমে আবেদন করতে পারেন। ১৮ থেকে ১৯ বছরের মধ্যে বয়স, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অন্তর্গত না হওয়া প্রার্থীরা আবেদন করতে পারবে, ২৫০০ প্রতি মাসে।

বিধবা ও অসহায় মায়েদের সন্তানদের জন্য স্কলারশিপ – এই স্কলারশিপটি মূলত আর্থিক দিক থেকে দুর্বল ও একক মায়েদের সন্তানদের জন্য, বার্ষিক পারিবারিক আয় ১.৫ লক্ষ টাকার কম, উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ন্যূনতম ৫০% নম্বর নিয়ে। এই সকলের মধ্যে যে কোন একটি সরকারি স্কলারশিপ ২০২৫ এর জন্য উচ্চমাধ্যমিক পাশ করা পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

কিছু বেসরকারি স্কলারশিপ যা আবেদন যোগ্য

নিম্নলিখিত কিছু প্রাইভেট স্কলারশিপ আছে, যেই গুলোও HS পাশের পর আবেদনযোগ্য – HDFC Educational Crisis Scholarship, Fair & Lovely Foundation Scholarship (For Girl Only), Tata Capital Pankh Scholarship. এই সকল স্কলারশিপ বৃত্তি প্রকল্প নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

আরও পড়ুন:- আর ২৫ বছর বাঁচতে পারলেই অমর হয়ে যাবে মানুষ ? গবেষণায় চাঞ্চল্য

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন