Bangla News Dunia, Pallab : Central Electronics Limited (CEL) এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাডভাইজার ও কনসালটেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবে সারা ভারতবর্ষ থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : Central Electronics Limited (CEL)
পোষ্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির প্রতিবেদনটি অফিসিয়াল ভাবে প্রকাশিত হয়েছে চলতি এপ্রিল মাসেই।
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে Advisor/Consultant পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এই পদে মূলত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিয়োগ করা হচ্ছে। এর জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে কেন্দ্রীয় সরকারের যথাযথ অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে। এক্ষেত্রে প্রতিরক্ষা বাহিনী বা তার সমতুল্য পদের কর্মীদের নিয়োগ করা হবে। আপনাদের যদি সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারভাইজ বা CPSE তে অত্যন্তপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থেকে তাহলে এখানে আবেদন জানাতে পারবে।
বয়সসীমা (Age Limit) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 63 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
বেতন কাঠামো (Salary Structure) :
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 1,50,000 টাকা বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
অসংখ্য শূন্যপদে কনসালটেন্ট নিয়োগ করছে সেন্ট্রাল ইলেক্ট্রনিকস লিমিটেড।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে এখানে নিজেদের আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য তাদেরকে সরাসরি অফিসিয়াল নোটিশ থেকে এপ্লিকেশন ফর্ম ডাউনলোড করেছে পূরণ করে নিতে হবে। তারপর সেই ফরমের সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস কে জুড়ে দিয়ে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলে আবেদনটি সম্পূর্ণ হবে।
আবেদন পাঠানোর ঠিকানা (Application Submission Address) :
General Manger (F & HRD), Central Electronics Limited, 4, Industrial Area, Sahibabad – 201010, Ghaziabad (UP)
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে 1 বছরের জন্য চুক্তির ভিত্তিতে ।
আবেদনের সময়সীমা (Application Deadline) :
এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী 30.06.2025 তারিখ পর্যন্ত।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন