উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ ২০২৫ নিয়ে বড় খবর পাওয়া গেল! উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE HS Result 2025) অধীনে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মার্চ মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার পর স্বাভাবিক ভাবেই ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে রেজাল্টের অপেক্ষা। গরমের ছুটির মধ্যেই ফলাফল প্রকাশিত হতে পারে এমন ইঙ্গিত দিয়েছে সংসদ। কবে প্রকাশিত হতে পারে ফলাফল, কিভাবে ফল দেখতে পারবেন এবং কীভাবে রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে নিজের স্কোর চেক করবেন সহজে।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ ২০২৫ র সম্ভাব্য তারিখ
- ২০২৫ সালের উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ হতে পারে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে।
- সাধারণত, পরীক্ষার ৪৫ – ৫০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করে WBCHSE.
- সংসদের এক কর্তা জানিয়েছেন, “মূল্যায়নের কাজ দ্রুত গতিতে চলছে, ফলে মে’র মধ্যেই ফল প্রকাশ সম্ভব”
- ১৫ থেকে ২৫ মে, ২০২৫ এই সময়ের মধ্যেই ফল প্রকাশ সম্ভাবনা প্রবল
কোথায় এবং কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ ২০২৫?
পরীক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে নিজেদের রেজাল্ট জানতে পারবেন। সংসদের অফিসিয়াল ও নির্ভরযোগ্য ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করা হবে। wbresults.nic.in, wbchse.wb.gov.in এই দুই সরকারি ওয়েবসাইটে আপনারা ফলাফল দেখতে পারবেন। রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও নিজের জন্মের তারিখ লিখে দিলে আপনারা সহজেই এই সকল তথ্য দেখতে পারবেন।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন