উচ্চমাধ্যমিক রেজাল্টে নাম্বার কম ? PPR ও PPS করে নাম্বার বাড়িয়ে নিন ! দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যদি শিক্ষার্থীদের মনে হয় তার প্রাপ্য নাম্বার কম এসেছে, তাহলে সেই পরীক্ষার্থী PPR কিংবা PPS করতে পারবেন। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে শিক্ষার্থীরা নিজেরাই PPR/PPS এর জন্য আবেদন জানাতে পারবেন।

আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ

বিষয়সূচি

PPR ও PPS মানে কী, কেন করা হয় ও সুবিধা

PPR (Post Publication Review) মানে কী?

PPR এর মাধ্যমে পরীক্ষার্থীর উত্তরপত্রকে পুনরায় মূল্যায়ন বা রিভিউ করা হয়। অর্থাৎ পরীক্ষার্থীর লেখা উত্তরের সঠিক নাম্বার দেওয়া হয়েছে কিনা নাকি নাম্বার আরও বাড়বে, এসব বিষয় পুনরায় দেখা হয়।

PPS (Post Publication Scrutiny) মানে কী?

PPS হলো পুনঃনিরীক্ষণ বা পরীক্ষার্থীর খাতায় জমা পড়া উত্তরপত্রে যোগ-বিয়োগের কোনো ভুল আছে কি না, শুধু সেটা চেক করা হয়। অর্থাৎ PPS এর মাধ্যমে পরীক্ষার্থীদের মূলত সংখ্যাগত যোগের কোনো ভুল আছে কি না, আর ভুল থাকলে সেই প্রশ্নের নম্বর যোগ হয়েছে কি না—তা দেখা হয়।

কেন করা হয় PPR/PPS?

  • পরীক্ষার্থীর যদি মনে হয়, তার নাম্বার বাড়তে পারে বা কম হয়েছে।
  • কোনো উত্তর যদি ভুলবশত শিক্ষক/শিক্ষিকা না দেখে থাকেন।
  • পরীক্ষার খাতায় যোগফলে যদি ভুল হয়ে থাকে।
  • যদি কোনো উত্তরের নাম্বার ভুলভাবে কাটা হয়ে থাকে।

PPR/PPS করলে কি সুবিধা পাওয়া যায়?

  • নম্বর বাড়তে পারে (কমতেও পারে বা একই থাকতে পারে)।
  • সঠিকভাবে নিজের রেজাল্ট বোঝার সুযোগ পাওয়া যায়।
  • চাকরি, কলেজ অ্যাডমিশনসহ ভবিষ্যতের সুযোগ কাজে লাগানো সহজ হয়।

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন