Bangla News Dunia, Pallab : রাজ্য সরকার রাজ্যের সকল প্রকার মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন নানা প্রকল্প নিয়ে আসেন। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্পের দিক থেকে আইডল হয়ে উঠেছে। তাইতো সকল প্রকার মানুষের জন্য নানা উপকারী প্রকল্পের খোজ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের পড়ুয়াদের জন্য সরকারি স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে এককালীন ভালো বৃত্তি দেওয়া হচ্ছে। আসুন তাহলে এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক
আরো পড়ুন : সবাইকে নতুন বাড়ি তৈরি করে দিচ্ছে মোদী সরকার ! কিভাবে আবেদন জানাবেন ?
রাজ্যের পড়ুয়াদের জন্য রাজ্য সরকার আবারও বড় ঘোষণা করল SVMCM স্কলারশিপ প্রকল্প নিয়ে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বা স্নাতকস্তরে অধ্যয়নরত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এখন এই মেধাবৃত্তির আওতায় বছরে সর্বোচ্চ ₹১০,২০০ পর্যন্ত আর্থিক সহায়তা পেতে চলেছে। রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও আর্থিক নিগম (WBMDFC) পরিচালিত এই প্রকল্পে আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই, ২০২৫ পর্যন্ত করা হয়েছে। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হল
কী এই SVMCM ঐক্যশ্রী স্কলারশিপ?
“Swami Vivekananda Merit-cum-Means” Scholarship, সংক্ষেপে SVMCM, একটি রাজ্যস্তরের স্কলারশিপ বৃত্তি প্রকল্প যা মেধা ও আর্থিক পরিস্থিতির উপর ভিত্তি করে সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের শিক্ষাজীবনে সহায়তা করে। এটি ঐক্যশ্রী (Aikyashree) স্কলারশিপ প্রোগ্রামের অংশ হিসেবে কাজ করে থাকে।
এই প্রকল্পে কেবল মুসলিম, খ্রিষ্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সি সম্প্রদায়ভুক্ত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
যোগ্যতা সংক্ষেপে: কারা আবেদন করতে পারবেন?
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অন্তত ৫০% নম্বর পেয়ে শেষ শ্রেণি পাশ করা আবশ্যিক।
- পাঠ্যস্তর:
- উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী (Post-Matric)
- ITI, পলিটেকনিক, গ্র্যাজুয়েশন, পোষ্ট-গ্র্যাজুয়েশন, M.Phil, B.Ed প্রভৃতি স্তরে পাঠরত পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন।
- পরিবারের বার্ষিক আয়: সর্বোচ্চ ₹২ লক্ষ বা তার কম।
- আবাস: প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কত টাকা বৃত্তি মিলবে? (২০২৫ সালের জন্য)
- Post-Matric স্কলারশিপ: বছরে ₹১০,২০০ থেকে ₹১৬,৫০০ পর্যন্ত বৃত্তির পরিমাণ নির্ধারিত রয়েছে।
- Pre-Matric স্কলারশিপ (১ম থেকে ১০ম শ্রেণি): বছরে ₹১,১০০ থেকে ₹১১,০০০ পর্যন্ত পাবেন।
আবেদনের শেষ তারিখ
২০২৫ সালের SVMCM ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের সর্বশেষ সময়সীমা ১৫ জুলাই, ২০২৫ পর্যন্ত করা হয়েছে।