উজ্লা যোজনায় ফ্রিতে LED বাল্ব। কীভাবে আবেদন করবেন, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

সরকারের অন্যতম আলোচিত ও জনপ্রিয় প্রকল্প ‘উজালা যোজনা’র মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে কম খরচে ও এখন কিছু ক্ষেত্রে একেবারে বিনামূল্যে LED বাল্ব পৌছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা বিদ্যুৎ বিল বাচাতে চান এবং আরও কার্যকর আলো পেতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এই স্কিমটি পরিচালনা করছে Energy Efficiency Services Limited (EESL), যা কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিচে ধাপে ধাপে জানিয়ে দেওয়া হল কীভাবে আপনি এই স্কিমের আওতায় LED বাল্ব পেতে পারেন।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

উজালা যোজনায় ফ্রিতে LED বাল্ব পাচ্ছেন, আপনি কি আবেদন করেছেন?

UJALA (Unnat Jyoti by Affordable LEDs for All) হল একটি সরকারি প্রকল্প, যার উদ্দেশ্য দেশ জুড়ে শক্তি সাশ্রয়ী LED আলো ব্যবহার উৎসাহিত করা, এই প্রকল্পে সাবসিডি রেটে বা অনেক জায়গায় ফ্রিতে LED বাল্ব দেওয়া হয়, এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত কোটি কোটি LED বাল্ব বিতরণ করা হয়েছে। আর কীভাবে এই সুবিধা পাওয়া যাবে সেই সম্পর্কে সকলের জেনে নেওয়া উচিত।

কারা এই ফ্রি বাল্ব পেতে পারেন?

  • যে কোনো গৃহস্থালী বিদ্যুৎ গ্রাহক এই সুবিধা নিতে পারেন।
  • আবেদনকারীর নিজের নামে বিদ্যুৎ সংযোগ থাকা আবশ্যক।
  • বৈধ ভোটার আইডি, আধার কার্ড ও বিদ্যুৎ বিল দেখাতে হবে।

কীভাবে অনলাইন আবেদন করবেন?

  1. eesl india এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  2. ‘UJALA’ প্রকল্পের সেকশনে যান।
  3. আপনার রাজ্য বা শহর সিলেক্ট করুন।
  4. যে জায়গায় বাল্ব বিতরণ হচ্ছে, তার তথ্য পেয়ে যাবেন।
  5. সেখানে গিয়ে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দেখিয়ে বাল্ব সংগ্রহ করতে হবে।

অফলাইন পদ্ধতি

  • স্থানীয় বিতরণ কেন্দ্র (Distribution Kiosk) খুঁজে বের করুন।
  • ভোটার কার্ড বা আধার কার্ড ও সম্প্রতি একটি বিদ্যুৎ বিল নিয়ে যান।
  • নির্দিষ্ট ফর্ম পূরণ করে LED বাল্ব সংগ্রহ করুন।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন