বিরাট সুখবর ! উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনে ১৮৫৬ শূন্যপদে টিকিট কালেক্টর ও স্টেশন মাস্টার নিয়োগ! শীঘ্রই আবেদন করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের পক্ষথেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তিতে টিকিট কালেক্টর, স্টেশন মাস্টার সহ আরও বিভিন্ন পদের নাম উল্লেখ করা হয়েছে এবং এখানে ১৮০০ এর বেশি শূন্যপদ রয়েছে। তাহলে ভারতের যে সমস্ত নাগরিকরা এখানে আবেদন করতে চাইছেন তারা এই প্রবন্ধের মাধ্যমে জেনেনিন আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, যোগ্যতা, বয়স ও বেতন সম্পর্কে বিস্তারিত।

North East Frontier Railway Recruitment 2025: বিবরণ

পদের নাম ও শূন্যপদের সংখ্যা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনে আবেদনকারীদের যেসব পদে নিয়োগ করা হবে সেসব পদের নাম ও সংখ্যা নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

  1. জুনিয়র ইঞ্জিনিয়ার পদে মোট ৬১ জন কর্মী নিয়োগ হবে
  2. এসএসই পদে মোট ৪৪ জন কর্মী নিয়োগ হবে
  3. প্রধান পদে মোট ১২ জন কর্মী নিয়োগ হবে
  4. ওএস/জি পদে মোট ৫০ জন কর্মী নিয়োগ হবে
  5. ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-I পদে মোট ৩৩ জন কর্মী নিয়োগ হবে
  6. ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-III পদে মোট ৭৯ জন কর্মী নিয়োগ হবে
  7. ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-III পদে মোট ১২৭ জন কর্মী নিয়োগ হবে
  8. ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-IV পদে মোট ২৩৭ জন কর্মী নিয়োগ হবে
  9. টেকনিশিয়ান পদে মোট ২২১ জন কর্মী নিয়োগ হবে
  10. সহকারী পদে মোট ৫১৫ জন কর্মী নিয়োগ হবে
  11. সিনিয়র টেকনিশিয়ান পদে মোট ৭৮ জন কর্মী নিয়োগ হবে
  12. সিএমএস পদে মোট ১০ জন কর্মী নিয়োগ হবে
  13. প্রধান টিকিট পরিদর্শক পদে মোট ৪ জন কর্মী নিয়োগ হবে
  14. প্রধান টিকিট ভ্রমণ পরিদর্শক পদে মোট ৩৭ জন কর্মী নিয়োগ হবে
  15. সিনিয়র বাণিজ্যিক এবং টিকিট সংগ্রাহক পদে মোট ৮ জন কর্মী নিয়োগ হবে
  16. বাণিজ্যিক এবং টিকিট সংগ্রহকারী পদে মোট ৫১ জন কর্মী নিয়োগ হবে
  17. রানিং রুম বেয়ারার পদে মোট ১ জন কর্মী নিয়োগ হবে
  18. অফিস সহকারী/বাণিজ্যিক পদে মোট ১ জন কর্মী নিয়োগ হবে
  19. বাণিজ্যিক কুরিয়ার পদে মোট ২ জন কর্মী নিয়োগ হবে
  20. ওয়েটিং রুম বেয়ারার পদে মোট ৬ জন কর্মী নিয়োগ হবে
  21. প্রধান বাণিজ্যিক ও বিপণন পরিদর্শক ৪ জন কর্মী নিয়োগ হবে
  22. বাণিজ্যিক ও বিপণন পরিদর্শক পদে মোট ৭ জন কর্মী নিয়োগ হবে
  23. সিএলএ পদে মোট ১ জন কর্মী নিয়োগ হবে
  24. প্রধান নিয়ন্ত্রক পদে মোট ৭ জন কর্মী নিয়োগ হবে
  25. বিভাগ নিয়ন্ত্রক ৮ জন কর্মী নিয়োগ হবে
  26. স্টেশন সুপারিনটেনডেন্ট পদে মোট ৩ জন কর্মী নিয়োগ হবে
  27. স্টেশন মাস্টার পদে মোট ১৬ জন কর্মী নিয়োগ হবে
  28. দারোয়ান পদে মোট ১৬৪ জন কর্মী নিয়োগ হবে
  29. স্টেনোগ্রাফার পদে মোট ২৯ জন কর্মী নিয়োগ হবে
  30. গৃহস্থালি সহকারী পদে মোট ১ জন কর্মী নিয়োগ হবে
  31. প্রধান নার্সিং সুপারিনটেনডেন্ট পদে মোট ৪ জন কর্মী নিয়োগ হবে
  32. নার্সিং সুপারিনটেনডেন্ট পদে মোট ৫ জন কর্মী নিয়োগ হবে
  33. স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক পদে মোট ৮ জন কর্মী নিয়োগ হবে
  34. ফার্মাসিস্ট পদে মোট ৮ জন কর্মী নিয়োগ হবে
  35. ল্যাব টেকনিশিয়ান পদে মোট ১ জন কর্মী নিয়োগ হবে
  36. হাসপাতাল সহকারী পদে মোট ৫ জন কর্মী নিয়োগ হবে
  37. ডিএমএস/ওএস পদে মোট ৬ জন কর্মী নিয়োগ হবে
  38. সিনিয়র কেরানি পদে মোট ২ জন কর্মী নিয়োগ হবে

সবমিলিয়ে মোট এখানে ১৮৫৬ টি শূন্যপদ রয়েছে।

আরও পড়ুন:- রায়দান স্থগিত ! ২৬ হাজার চাকরি বাতিল মামলায় কী পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট ?

যোগ্যতার বিবরণ

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স প্রয়োজন সর্বোচ্চ ৬৪ বছর।

আবেদন পদ্ধতি

আবেদনকারীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

এরজন্য প্রার্থীদের প্রথমে ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল পোর্টালে (nfr.indianrailways.gov.in) ভিজিট করে Apply Now বাটনে ক্লিক করে আবেদন পত্রের পেজে যেতে হবে। তারপর সেখানে প্রার্থীর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করবেন। তারপর Submit বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন।

আবেদন তারিখ: এখানে ০৭/০২/২০২৫ তারিখ আবেদন শুরু হয়েছে এবং ২৮/০২/২০২৫ তারিখ আবেদন শেষ হবে।

 

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

নিয়োগ প্রক্রিয়া

আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের উপর ভিত্তিতে চাকরিতে নির্বাচিত করা হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট nfr.indianrailways.gov.in
আবেদন লিংক Apply online

 

আরও পড়ুন:- গাছটির ‘অবদান’ কী, জানাবে পরিবেশবান্ধব কলেজ, কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:-ট্রাম্পের ২৫% ট্যারিফের গুঁতোয় তলানিতে ঠেকল টাকার দাম, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন