Bangla News Dunia, Pallab : আর অপেক্ষা কয়েক ঘণ্টার। বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)। তার আগে সেজে উঠেছে দিঘা (Digha)। শুরু হয়েছে মহাযজ্ঞ। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন তিনি যোগ দেন মহাযজ্ঞে। পূর্ণাহুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর নিজে হাতে আরতি করেন। মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা, মমতার ভ্রার্তৃবধূ লতা বন্দ্যোপাধ্যায়।এছাড়া মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন তৃণমূলের একঝাঁক নেতা, সাংসদ, বিধায়ক। রয়েছেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থেকে জুন মালিয়া সহ আরও অনেকে।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়
কলিঙ্গ শৈলিতে তৈরি জগন্নাথদেবের মন্দিরটি পুরীর মন্দিরের আদলে তৈরি। সোমবার থেকে মুখ্যমন্ত্রী রয়েছেন পূর্ব মেদিনীপুরের সৈকত নগরীতে। দিঘায় পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, ‘বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে…।’
সূচি অনুযায়ী আগামিকাল অর্থাৎ ৩০ এপ্রিল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্দিরের দ্বারোদঘাটন ও জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা হবে। পুরীর জগন্নাথ মন্দিরের বিধান অনুযায়ী তা করবেন পুরীর রাজেশ দৈতাপতি। মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে জেলা, রাজ্য, প্রতিবেশী রাজ্যের বহু পুণ্যার্থী যাবেন সৈকত শহর দিঘায়। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে সৈকত নগরীতে। যাঁরা মন্দির দর্শনে যাবেন, তাঁরা ওল্ড দিঘা থেকে ১১৬ বি জাতীয় সড়ক ধরে তিন কিলোমিটার হেঁটে মন্দিরে পৌঁছোতে পারবেন। থাকছে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা। সেজে উঠেছে নিউ এবং ওল্ড দিঘা।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য