‘উপগ্রহচিত্রতেই পরিষ্কার, কে যুদ্ধবিরতির ডাক দিয়েছিল’, বললেন বিদেশমন্ত্রী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- পহেলগাঁও ঘটনার (Pahalgam Terror Attack) পর পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করার জন্য ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ শুরু হয়। ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পর এই প্রথম মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। তিনি জানালেন, পাকিস্তানের (Pakistan) সামনে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করা ছাড়া আর কোনও পথ খোলা ছিল না। তার প্রমাণ হল ভারতীয় সেনার প্রকাশ করা উপগ্রহচিত্র (Satellite Image)।

আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন

জয়শংকর এও স্পষ্ট করেছেন, পাকিস্তানের সেনাঘাঁটি নিশানা করেনি ভারত। তাদের নিশানায় ছিল জঙ্গিঘাঁটি। পাক সেনাকে এই অভিযানে হস্তক্ষেপ করতে বারণও করা হয়েছিল। কিন্তু তারা কথা শোনেনি। জয়শংকরের কথায়, ‘জঙ্গি পরিকাঠামো ধ্বংস করার যে লক্ষ্য ছিল, তাতে আমরা সফল হয়েছি।’ তিনি জানান, ‘ভারতের অভিযানে পাকিস্তানের ১১টি সেনাঘাঁটি বিপর্যস্ত হওয়ার পর যুদ্ধবিরতির ডাক দেয় শাহবাজ শরিফ সরকার। উপগ্রহ চিত্র দেখলেই স্পষ্ট হবে, আমরা ওদের কতটা ধাক্কা দিয়েছি।’

আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারে

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০ টাকা ! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন ?

প্রসঙ্গত, ভারত-পাক (India-Pakistan) উত্তেজনার আবহে ১০ মে যুদ্ধবিরতির পথে হাঁটে দুই দেশ। ভারত স্পষ্ট জানিয়ে দেয়, এ ক্ষেত্রে অনুরোধ এসেছিল পাকিস্তান থেকে। যদিও পাকিস্তান পালটা দাবি করেছে, তারা যুদ্ধবিরতির ডাক দেয়নি। এবার তাদের সেই দাবি আবার খারিজ করলেন বিদেশমন্ত্রী।

আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন