এই কাজটি না করলে বন্ধ হবে রেশন ! কড়া নির্দেশ রাজ্য সরকারের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

রাজ্যবাসীর জন্য বড় সতর্কবার্তা! রেশন পরিষেবায় স্বচ্ছতা আনতে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে রেশন কার্ডের সঙ্গে এই কাজ (E-KYC) সম্পন্ন না করলে ১৬ জুলাই থেকে আর রেশন পাওয়া যাবে না।

আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !

এদিকে এই নির্দেশে রাজ্য জুড়ে রেশন কার্ডধারীদের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র উদ্বেগ ছড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে – আপনি কি ই-কেওয়াইসি করে ফেলেছেন? না করলে, আপনার রেশন দেওয়া বন্ধ হয়ে যেতে পারে।

কেন এই কড়া নিয়ম?

এদিকে সরকার জানিয়েছে, রেশন কার্ডের ডেটাবেসে এখনও বহু মৃত ব্যক্তির নাম রয়েছে রিপোর্ট রয়েছে। অনেকে স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছেন, অনেকেই বিদেশে রয়েছেন বলে জানা গিয়েছে। অথচ তাদের নাম এখনও তালিকায় থেকে গিয়েছে বলে সুত্রের মারফত খবর। ফলে বহু অযোগ্য ব্যক্তি এখনও রেশন সুবিধা ভোগ করে চলেছেন। এমনকি, রেশন দোকানের ই-পস (ePOS) মেশিনে অনেকের নাম এখনও পেন্ডিং হিসেবে পড়ে রয়েছে। অর্থাৎ, বায়োমেট্রিক যাচাইকরণ এখন অবধি সম্পন্ন হয়নি। এই সব অনিয়ম দূর করতেই ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে।

কীভাবে করবেন E-KYC?

  • নিকটবর্তী রেশন দোকানে গিয়ে আপনার আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করে নিতে হবে।
  • ঠিকানা পরিবর্তন হয়ে থাকলে, যেখানে বর্তমানে রেশন নিচ্ছেন, সেখান থেকেই E-KYC করে নিবেন।
  • পরিবারের সমস্ত সদস্যের জন্য E-KYC বাধ্যতামূলক করা হয়েছে। শুধুমাত্র পরিবারের প্রধানের জন্য নয়।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন