Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত অন্যতম দরকারি ইলেকট্রনিক্স যন্ত্রগুলির মধ্যে একটি হল ফ্রিজ (Fridge). প্রায় সমস্ত মধ্যবিত্ত বাড়িতেই এই যন্ত্রটির উপস্থিতি দেখা যায়। আর গরম বাড়তে বাড়িতে বাড়িতে ফ্রিজের ব্যবহার বেড়েছে। ঠান্ডা জল থেকে অন্যান্য খাবার-দাবার প্রায় সর্বক্ষণ চলছে ফ্রিজের ব্যবহার। এই পরিস্থিতিতে যন্ত্রের গোলযোগ এড়াতে বাড়তি খেয়াল রাখতে হবে। কিভাবে যত্ন নেবেন আপনার বাড়ির ফ্রিজের? আসুন আজকের প্রতিবেদন থেকে ফ্রিজের যত্ন নেওয়ার উপায়।
How to take care of your Fridge?
বাড়িতে বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করলে নানান নিয়ম মেনে চলতে হয়। এতে একদিকে যেমন এই বৈদ্যুতিক সামগ্রীটি দীর্ঘ সময় ধরে চলে আর ঠিক তেমনভাবেই এটি খারাপ হওয়ার সম্ভাবনা কমে। কিন্তু অনেকেই অতিরিক্ত ব্যবহার করে কিন্তু এর যত্ন করে না। ফলে কিছুদিন অন্তর অন্তর সার্ভিসিং করাতে হয়। সেই সমস্যা আর মুখোমুখি আপনাকে যাতে না হতে হয়, তার জন্য আজকের প্রতিবেদন আপনার খুব কাজের হবে।
কিভাবে বাড়ির ফ্রিজের যত্ন নেবেন?
এটা তো আমরা সবাই জানি, আধুনিক জীবনের নিত্যসঙ্গী ফ্রিজ (Refrigerator). সারাবছর ধরে এর ব্যবহার করা হলেও, বিশেষ করে গরমকালে ফ্রিজ ছাড়া চলে না। তাই গরমে সঠিক নিয়মে ফ্রিজের যত্ন নেওয়া জরুরি।
১) ফ্রিজের দরজা
ফ্রিজের দরজা খুব বেশিক্ষণ খোলা রাখবেন না। ফ্রিজ থেকে কিছু রাখা বা বার করা হয়ে গেলে তাড়াতাড়ি ফ্রিজের দরজা বন্ধ করে দিতে হবে। নয়তো বেশিক্ষণ যদি দরজা খোলা রাখেন তবে বাইরের তাপমাত্রা ভিতরকার ঠান্ডাকে ব্যাঘাত ঘটাতে পারে আপনার ফ্রিজের ক্ষতি হতে পারে।
২) ফ্রিজের টেম্পারেচার
আপনার বাড়ির ফ্রিজে সঠিক তাপমাত্রায় এটি চালু রাখুন। এতে যেটা হবে, ভিতরকার কুলিং সিস্টেম ঠিক থাকবে। নয়তো এটাও সমস্যার কারণ হতে পারে।
৩) ফ্রিজে খাবার রাখার নিয়ম
ফ্রিজে যখন খাবার রাখবেন, সেটি ঠিকমতো ঢাকা দিয়ে রাখুন। চেষ্টা করুন, ফ্রিজে কোনও খাবার যাতে নষ্ট না হয়। এতে যেটা হয়, ফ্রিজের মধ্যে দুর্গন্ধ ছড়াতে পারে। তবুও যদি দ্যাখেন ফ্রিজে দুর্গন্ধ ছড়াচ্ছে, তাহলে লেবুর টুকরো রেখে দিন।
৪) ফ্রিজে প্রচুর জিনিস রাখবেন না
ফ্রিজের মধ্যে একগাদা জিনিস ফ্রিজে না রাখাই ভালো। যে জিনিসগুলি ফ্রিজ ছাড়াই ভাল থাকে, ব্যবহার করা যায়, সেই জিনিসগুলি ফ্রিজে না রেখে সাধারণভাবে ব্যবহার করুন।
৫) ফ্রিজ রাখার নিয়ম
দেওয়াল ঘেঁষে ফ্রিজ রাখা উচিত নয়। চেষ্টা করুন ১ ইঞ্চি ব্যাবধান রাখার। যাতে ফ্রিজ থেকে বেরিয়ে আসা তাপ বাতাসে মিশে যেতে পারে। আর এর ফলে ভিতরকার কুলিং সিস্টেমও ঠিক থাকে।
৬) নিয়ন্ত্রিত ব্যবহার
চেষ্টা করুন রেফ্রিজারেটরের নিয়ন্ত্রিত ব্যবহার করার। কারণ অত্যাধিক ব্যবহারে ফ্রিজে ময়লা জমে সেখান থেকে যান্ত্রিক ত্রুটি হতে পারে। তাই প্রতি সপ্তাহে অন্তত একবার করে হলেও ফ্রিজ পরিষ্কার করা জরুরি। নয়তো ফ্রিজে জমতে শুরু করবে ছত্রাক, ব্যাকটেরিয়া।
৭) ফ্রিজের তাপমাত্রা
ফ্রিজে কি ধরনের জিনিসপত্র রাখবেন তার ওপর এর তাপমাত্রা নিয়ন্ত্রণ নির্ভর করে। সাধারণভাবে ডিপফ্রিজে মাছ মাংস থাকলে সেখানে তাপমাত্রা -১৮ ডিগ্রি সেলসিয়াস রাখুন। আর নীচের অংশে ০ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা ভাল।
উপসংহার
বাড়ির বৈদ্যুতিক সামগ্রী (Electronics) যেমন নিয়মিত ব্যবহার করবেন, তেমনই তার যত্ন নিন। এমনিতেই যা গরম পড়েছে রেফ্রিজারেটর ছাড়া চলেনা। তাই আপনার একটু যত্নে ফ্রিজের কার্যকারিতা ভালো থাকবে।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে দুঃসংবাদ। জানতে বিস্তারিত পড়ুন