এই বছর সময়ের আগেই বর্ষা, পশ্চিমবঙ্গে কবে ঢুকতে পারে? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আপাতত রাজ্যে বিদায় নিচ্ছে বৃষ্টি। কালবৈশাখী কিংবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তার পরিবর্তে রাজ্যে বাড়ছে গরমের দাপট, সঙ্গে থাকছে তাপপ্রবাহের সতর্কতা।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, শুক্রবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা সবচেয়ে বেশি। মূলত সপ্তাহান্তে শনি ও রবিবার এই তীব্র দাবদাহ অনুভূত হবে

আরও পড়ুন:- থ্যালাসেমিয়া কেন হয় ? থ্যালাসেমিয়া রুখতে কী করবেন ? বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে গুরুত্বপূর্ণ কিছু কথা

কলকাতার পরিস্থিতিও খুব একটা সুখকর নয়। শহরে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯০ শতাংশ থাকায় গরমের সঙ্গে অস্বস্তিও থাকবে তুঙ্গে। সকালে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

উত্তরবঙ্গেও আবহাওয়ার আমূল পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, শুক্রবার থেকে এখানেও তাপমাত্রা বাড়তে শুরু করবে। রবিবারের মধ্যে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

তবে এই গরমের মাঝেই এসেছে বর্ষার খবরে স্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ মে-র মধ্যেই আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে পড়বে। অন্যান্য বছরের তুলনায় অনেক আগেই শুরু হচ্ছে বর্ষা।

আরও পড়ুন:- জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন