এই ভুলেই ব্লাস্ট করে ঘরের AC, জেনে নিন এসি সেফটি টিপস

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  গরমে একের পর জায়গা থেকে এসি বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসিতে আগুন লেগে পুড়ে যায় গোটা ঘর। বাড়িতে এসি থাকলে সাবধান হতে হবে। কী কী কারণে এসিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, জেনে নিন

ধুলো ও ময়লা জমে থাকা ফিল্টারগুলি বাতাস চলাচলে বাধা দেয়। এসি দ্রুত গরম হয়।তাই সময়ে সময়ে ফিল্টারগুলি পরীক্ষা করুন। সেগুলি পরিষ্কার রাখুন।

রেফ্রিজারেন্ট লিক- লো রেফ্রিজারেন্ট লেভেলের কারণে এসি দ্রুত ঠান্ডা হতে প্রচুর পাওয়ার লাগে। তার ফলে অতিরিক্ত গরম হয় এসি।

রেফ্রিজারেন্ট লিক হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। হঠাৎ হঠাৎ ঠান্ডা কমছে কিনা দেখে সাবধান হোন।ওয়্যারিং- বাড়িতে ইলেক্ট্রিক তার খারাপ হলে শর্ট সার্কিট ও ওভারহিটিং হতে পারে। তাতে এসিতে আগুন লাগে। এসির জন্য আলাদা তার লাগান।

এসি-তে অস্বাভাবিক শব্দ বা কম্পন থাকলে তা অবিলম্বে বন্ধ লোক ডেকে চেক করিয়ে নিন।

অতিরিক্ত গরমের কারণে হঠাৎ এসির ঠান্ডা কমতে শুরু করে। এই পরিস্থিতিতে এসি ব্যবহার করবেন না। পরীক্ষা করান।

এসি থেকে অস্বাভাবিক গন্ধ বা ধোঁয়া বেরোলে অবিলম্বে বন্ধ করুন। পরীক্ষা করান।

আরও পড়ুন:- পাক সেনার ওপর বড় হামলা, অফিসার সহ নিহত ৬ । জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন