অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ২০২২ সালের প্রাইমারি TET পরীক্ষার ভুল প্রশ্ন মামলার শুনানি হতে চলেছে আগামীকাল, ১১ই জুলাই, ২০২৫। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এই মামলার দিকে তাকিয়ে আছেন হাজার হাজার পরীক্ষার্থী, যাদের ভাগ্য নির্ভর করছে এই শুনানির ওপর।
আরও পড়ুন : স্টেট ব্যাংকের জনপ্রিয় প্রকল্পে মিলছে প্রচুর সুদ ! সারাজীবন টেনশন ফ্রি থাকুন
মামলার প্রেক্ষাপট
MAT নম্বর ৯১৭/২০২৪ এই মামলাটি প্রথমে বিচারপতি হরিশ ট্যান্ডন নিষ্পত্তি করলেও, প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে এটি পুনরায় চালু করা হয়। পর্ষদের পক্ষ থেকে জানানো হয় যে, কিছু বিভ্রান্তিকর প্রশ্নের সমাধানের জন্য তৃতীয় বিশেষজ্ঞের মতামত প্রয়োজন। এরপরেই মামলাটি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস-এর ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত হয়। “West Bengal Board of Primary Education Versus Moushumi Mitra” নামে এই মামলাটি শুনানির জন্য প্রথম আইটেম হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
বিশেষজ্ঞ কমিটির পর্যবেক্ষণ
আদালতের নির্দেশে গঠিত তৃতীয় বিশেষজ্ঞ কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ইংরেজি (দ্বিতীয় ভাষা) এবং গণিত বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞরা এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। বিশেষ করে পেডাগজির কিছু প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে এটা স্পষ্ট যে, ২০২২ সালের প্রাইমারি TET পরীক্ষায় বেশ কিছু প্রশ্নে ভুল ছিল। আগে সাতটি ভুল প্রশ্নের কথা বলা হলেও, এখন নিশ্চিতভাবে তিন থেকে পাঁচটি প্রশ্নে ভুল পাওয়া গেছে।