Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য সেরা সরকারি স্কলারশিপ ২০২৫ এর সকল তথ্য আজকে জানিয়ে দেওয়া হল, আর সব থেকে দরকারি জিনিস যে কত নম্বর পেলে কোন স্কলারশিপে (Government Scholarship 2025) আবেদন করতে পারবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। রাজ্য সরকার রাজ্যের দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করেছেন।
পশ্চিমবঙ্গে সরকারি স্কলারশিপ ২০২৫
এমন অনেক মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে, যাদের পারিবারিক আর্থিক পরিকাঠামো অনেকটাই দুর্বল, অথচ এই সমস্ত ছাত্র ছাত্রীদের পড়াশোনার ইচ্ছে রয়েছে, তাই আর্থিক দুর্বলতার কারণে যাতে তাদের পড়াশুনা বন্ধ না হয়ে যায় এছাড়া উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি স্কলারশিপের ব্যবস্থা করেছেন।
স্কলারশিপ গুলোতে আবেদন করলে পড়ুয়ারা বছরে 5000 থেকে 50000 টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে থাকে।
West Bengal Government Scholarship 2025
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এছাড়া বিভিন্ন ডিগ্রী কোর্সের জন্য স্কলারশিপে আবেদন করা যায়। আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের কোন কোন স্কলারশিপে কত শতাংশ নম্বর থাকলে আবেদন করা যাবে, সেই সম্বন্ধে আলোচনা করা হবে। কোন স্কলারশিপে কিভাবে আবেদন করতে হবে এবং অন্যান্য বিস্তারিত তথ্য থাকবে আজকের এই প্রতিবেদনে।
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (SVMCM Government Scholarship 2025)
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ। এই স্কলারশিপে উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা ,স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। প্রতি বছর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই স্কলারশিপের জন্য আবেদন করা শুরু হয়। অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন করার জন্য অবশ্যই শিক্ষার্থীকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখের কম হতে হবে। আবেদন করলে প্রতিবছর ১২ হাজার থেকে ৬০০০০ পর্যন্ত টাকা দেওয়া হয়। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আয়ের সার্টিফিকেট, ব্যাংক একাউন্ট, জাতিগত শংসাপত্র।প্রথমেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অফিসের ওয়েবসাইটে যেতে হবে, এরপর আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন, এরপর সম্পূর্ণ ফর্ম মিলিয়ে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন।
আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য
ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Government Scholarship 2025)
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য এই ঐক্যশ্রী স্কলারশিপ চালু করা হয়েছ। এই স্কলারশিপে কোন জেনারেল ক্যাটাগরির পড়ুয়ারা আবেদন করতে পারবে না। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন কোর্সে পড়ার সময় সংখ্যালঘু সম্প্রদায় পড়ুয়ারা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঐক্যশ্রী স্কলারশিপের মাধ্যমে বৃত্তি পেয়ে থাকে। সাধারণভাবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়।
ঐক্যশ্রী স্কলারশিপের অনলাইন আবেদন করার জন্য সংখ্যা লঘু দফতরের ওয়েবসাইটে যেতে হবে। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে, পরিবারের বার্ষিক আয় 2.5 লাখের কম হতে হবে, পূর্ববর্তী পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নাম্বার থাকতে হবে। আবেদন করলে এখানে ৪ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়। নথি একই লাগবে আগের মত।
নবান্ন স্কলারশিপ (Nabanna Government Scholarship 2025)
রাজ্য সরকারের এই নবান্ন স্কলারশিপ একটি উল্লেখযোগ্য স্কলারশিপ। স্কলারশিপ এর টাকা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়। আপনি বছরের যে কোন সময় আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করা যায় না। আপনাকে আবেদন অফলাইনে করতে হবে, পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে ফিলাপ করার পর জমা করতে হয়।
নবান্ন স্কলারশিপের আবেদন করতে হলে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নাম্বার থাকতে হবে, পরিবারের বার্ষিক আয় ১.৫ লাখের কম হতে হবে। নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করলে আবেদনকারীকে ১০ হাজার টাকার স্কলারশিপ দেওয়া হবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার মার্কশীট, আয়ের সার্টিফিকেট, ভোটার কার্ড বা আধার কার্ড, ব্যাংক একাউন্ট পাস বই, পৌরসভা বা পঞ্চায়েত থেকে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দিতে হবে।
ওয়েসিস স্কলারশিপ (Oasis Government Scholarship 2025)
তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়। সাধারণত জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। আবেদন করতে হলে মাধ্যমিক পাস করলেই এই স্কলারশিপের আবেদন করতে পারবেন। আপনাকে SC/ST সম্প্রদায়ের শিক্ষার্থী হতে হবে অর্থাৎ আপনাদের কাছে যদি SC/ST সার্টিফিকেট থাকতে হবে।
পারিবারিক বার্ষিক আয় যদি ২.৫ লাখের কম হয় তাহলে আবেদন করতে পারবেন। স্কলারশিপ এর জন্য আবেদন করলে এখানে ৪০০০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, SC/ST সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক একাউন্ট নাম্বার, পাসপোর্ট সাইজ ছবি থাকতে হবে এখনকার দিনের।
কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa 2025)
রাজ্যের মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য কন্যাশ্রী প্রকল্প একটি অভিনব প্রকল্প। রাজ্যের মেয়েদের উচ্চ শিক্ষার জন্য এবং উজ্জ্বল ভবিষ্যত করার লক্ষ্যে সেই সাথে বাল্য বিবাহ রোধ করার জন্যই কন্যাশ্রী প্রকল্প সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্পে আবেদন করার জন্য মেয়েদের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে। পড়ুয়াদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করতে হবে।
কন্যাশ্রী প্রকল্পে আবেদন করলে এই প্রকল্পের আওতায় এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। আবেদন করার জন্য জন্মের প্রমাণপত্র, স্কুলে ভর্তি থাকার প্রমাণ, ইনকাম সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, ব্যাংক একাউন্টের পাস বই, পাসপোর্ট সাইজ ছবি লাগবে। আর মাধ্যমিক ও HS পাশ করার পর নম্বরের ভিত্তিতে যেই স্কলারশিপ আপনাদের জন্য সেখানে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:- ভারতের বাজারেও চলে এল ডায়াবেটিস ও রোগা হওয়ার ওষুধ, বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন:- সুখী দেশের নিরিখে পাকিস্তান-প্যালেস্টাইনের থেকেও পিছিয়ে ভারত, আর কি বলছে রিপোর্ট জেনে নিন