Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেয়ার বাজারে লাভ-ক্ষতির অঙ্ক চলতেই থাকে। একই দিনে কোনও শেয়ারের দাম পড়ছে তো, অন্য শেয়ারের দাম বেড়ে যাচ্ছে। কোনও নির্দিষ্টি দিনে কোন শেয়ারের দাম বাড়বে আর কোন শেয়ারের দাম কমবে, তা জোর দিয়ে বলা বিশেষজ্ঞদের পক্ষেও সম্ভব হয় না। কিন্তু কোনও সংস্থার ফিনান্সিয়াল কন্ডিশন, অতীতে শেয়ারের পারফরম্যান্স এ রকম বেশ কয়েকটি ফ্যাক্টর বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা শেয়ার কেনা-বেচার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন। তা সব সময় মিলে যায় এমন নয়। কিন্তু এই সমস্ত বিশ্লেষণ দেখে প্রবণতা আন্দাজ করা যায়। এবং শেয়ার কেনা-বেচা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
স্টক রিপোর্ট প্লাসের তরফে এ রকমই একটি বিশ্লেষণ করা হয়েছে। সেই বিশ্লেষণের পর বেশ কয়েকটি শেয়ার নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে ওই রিপোর্টে। বিশেষজ্ঞরা মনে করছেন লার্জ এবং মিড ক্যাপ স্টকগুলির আগামী এক বছরে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত স্টকের জন্য ‘বাই’, ‘স্ট্রং বাই’ বা ‘হোল্ড’ রেটিংও দেওয়া হয়েছে ওই রিপোর্টে।
অ্যাম্বার এন্টারপ্রাইজ়: এই সংস্থার স্টকে ‘বাই’ রেটিং দেওয়া হয়েছে। এর আপসাইড পোটেন্সিয়াল ৬৪ শতাংশ।
হাডকো: এই সংস্থার স্টকে এই সংস্থার স্টকে ‘স্ট্রং বাই’ রেটিং রয়েছে। এর আপসাইড পোটেন্সিয়াল ৬২ শতাংশ।
কোফর্জ: এই সংস্থার স্টকে ‘বাই’রেটিং রয়েছে। এর আপসাইড পোটেন্সিয়াল ৫১ শতাংশ।
ইমামি: এই সংস্থার স্টকে ‘বাই’রেটিং রয়েছে। এর আপসাইড পোটেন্সিয়াল ৪৮ শতাংশ।
আইজিএল: এই সংস্থার স্টক ‘হোল্ড’ করার পরামর্শ দিয়েছে। এর আপসাইড পোটেন্সিয়াল ৪৭ শতাংশ।
এনএলসি ইন্ডিয়া: এই সংস্থার স্টকে এই সংস্থার স্টকে ‘স্ট্রং বাই’ রেটিং রয়েছে। এর আপসাইড পোটেন্সিয়াল ৪১ শতাংশ।
জ়েন টেকনোলজিস: এই সংস্থার স্টকে এই সংস্থার স্টকে ‘স্ট্রং বাই’ রেটিং রয়েছে। এর আপসাইড পোটেন্সিয়াল ৩৯ শতাংশ।
কারুক বৈশ্য ব্যাঙ্ক: এই সংস্থার স্টকে এই সংস্থার স্টকে ‘স্ট্রং বাই’ রেটিং রয়েছে। এর আপসাইড পোটেন্সিয়াল ৩৮ শতাংশ।
ডিক্সন টেকনোলজিস: এই সংস্থার স্টকে ‘বাই’রেটিং রয়েছে। এর আপসাইড পোটেন্সিয়াল ৩৩ শতাংশ।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- বন্ধ থাকবে শিলিগুড়ি-গ্যাংটক জাতীয় সড়ক, কবে থেকে জেনে নিন
আরও পড়ুন:- পুরুষদের জন্য চালু হল নতুন প্রকল্প, আবেদন করলেই মাসে পাবেন 5000 টাকা ।