Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বিশ্বের বিভিন্ন দেশ সহ ভারতে আবারও করোনা সংক্রমণ বাড়ছে। রোগীর সংখ্যা বাড়ার পেছনের কারণ হলো করোনার ওমিক্রন ভেরিয়েন্টের নতুন সাব-ভেরিয়েন্ট। সেই কারণেই এখন মানুষকে আবার ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। সামনে এসেছে মাস্ক নিয়ে একটি নতুন গবেষণা। যাতে বলা হয়েছে একই মাস্ক বারবার ব্যবহারে ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
সায়েন্টিফিক রিপোর্টে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে একই মাস্ক বারবার ব্যবহার করলে রোগের ঝুঁকি বাড়ে। গবেষকরা পরামর্শ দিয়েছেন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের মাস্কের একাধিকবার ব্যবহার করবেন না। অসুস্থ হয়ে পড়তে পারেন তাঁরা। গবেষকরা ১০৯ জনের উপর তাদের মাস্কের ব্যবহারের বিষয়ে গবেষণা করেছে। কতক্ষণ তারা তাদের মাস্ক পরেছিল সে সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়।
গবেষণায় আরও দেখা যায়, মাস্কের ভিতরে ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি। গবেষণায় আরও বলা হয়েছে যে নমুনাগুলির মধ্যে ৯৯ শতাংশ মুখের দিকে এবং ৯৪ শতাংশ বাইরের দিকে ব্যাকটেরিয়া পাওয়া গেছে। একই সময়ে, বাইরের অংশে ৯৫% এর তুলনায় মুখের পাশে ৭৯% ছত্রাক পাওয়া গেছে।
আরো খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল