একবার টাকা দিয়ে সারাজীবন পাওয়া যাবে পেনশন , নিয়ে এল LIC

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- একবার টাকা দিয়ে সারাজীবন পাওয়া যাবে পেনশন। এলআইসি গ্রাহকদের জন্য একটি বিশেষ পলিসি নিয়ে এল। এখানে এমন একটি এলআইসি স্কিমের কথা কথা বলা হচ্ছে, যার ফলে আপনি অবসরের পর প্রতিমাসে টাকা পাবেন। এলআইসি-র এই স্কিমের নাম জীবন শান্তি স্কিম। এই স্কিমে কমপক্ষে দেড় লাখ টাকা বিনিয়োগ করা দরকার। তবে সর্বোচ্চ পরিমাণের কোনও সীমা নেই। গ্রাহকের সুবিধা মতো ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকাও জমা রাখতে পারবেন।

এলআইসির এই পরিকল্পনায় আপনাকে কেবলমাত্র একবার বিনিয়োগ করতে হবে। এই এক বিনিয়োগে গ্যারান্টেড ইনকাম সারা জীবন চলবে। সবচেয়ে বড় সুবিধা হল এই স্কিমটি মা-বাবা বা ভাই-বোনের সঙ্গে জয়েন্ট স্কিমেও খোলা যেতে পারে। এই পলিস্যার সঙ্গে গ্রাহকেরা লোনের সুবিধাও পায়। তবে লোনের ক্ষেত্রে সাধারণ পুলিসির ক্ষেত্রে পলিসির বয়স কমপক্ষে ২ বছর থাকতে হয়।

এই পলিসিতে বিনিয়োগের জন্য বেশ কিছু বিকল্প রয়েছে। এই স্কিমে আপনি চাইলে অবিলম্বে পেনশন নেওয়া শুরু করতে পারেন বা কিছু সময়ের পরেও নিতে পারেন। এই পলিসি নিতে হলে আপনার ব্যস হতে হবে কমপক্ষে ৩০। যদি তাৎক্ষণিক পেনশন চান, সেক্ষেত্রে আপনার বয়স ৮৫ এর বেশি হওয়া চলবে না। ৫ থেকে ২০ বছরের ব্যবধানে বিভিন্ন পেনশন পরিকল্পনার অধীনে জীবন শান্তি প্ল্যান আমানতে বার্ষিক ৮.৭৯ থেকে ২১.৬ শতাংশ পেনশনের বিকল্প রয়েছে।

যদি ধরে নেওয়া যায়, কোনও পলিসি গ্রাহক ৫০ বছর বয়সে ১০ লক্ষ টাকার বিকল্প পছন্দ করেন। সেক্ষেত্রে তাঁকে এককালীন ১০ লক্ষ ১৮ হাজার টাকা প্রিমিয়ম জমা দিতে হবে। এই বিনিয়োগের পরে প্রতিমাসে তিনি ৫৬১৭ টাকা করে পেনশন পাবেন। অর্থাৎ বছরে পাবেন প্রায় ৬৫ হাজার টাকা। যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন তিনি এই টাকা পাবেন। মৃত্যুর পরে তাঁর এই পেনশন আসা বন্ধ হয়ে যাবে।

Highlights

1. একবার টাকা দিয়ে সারাজীবন পাওয়া যাবে পেনশন

2. কোনও পলিসি গ্রাহক ৫০ বছর বয়সে ১০ লক্ষ টাকার বিকল্প পছন্দ করেন

#LIC #Policy

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন