Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গ্রাহক টানতে ফের মোক্ষম চাল Reliance Jio কোম্পানির। একেবারে পাঁচ পাঁচটি সেরা রিচার্জ প্ল্যান বাজারে আনলো তাঁরা। সবকটি প্ল্যান সস্তা আর সুবিধা মিলবে প্রচুর। সবচেয়ে বড় কথা হল শুধুমাত্র 48 টাকা খরচ করলেই আপনার হাতের নাগালে আসবে সব সুবিধা। তাই যদি কোনভাবে মিস করতে না চান, তাহলে আজকের প্রতিবেদন সম্পূর্ণ মন দিয়ে পড়ে নিন।
Reliance Jio Five New Recharge Plan
ভারতের বাজারে দারুন রাজত্ব করছে রিলায়েন্স জিও। লাখ লাখ গ্রাহকের সুবিধার্থে এবার লঞ্চ করা হল দারুন পাঁচটি রিচার্জ প্ল্যান। প্ল্যানগুলি আসলে প্রিপেইড প্ল্যান। সবকটি প্ল্যানের আলাদা আলাদা সুবিধা, ভ্যালিডিটি ও দাম। তবে সবকটি গ্রাহকের সাধ্যের মধ্যে। আসুন তবে প্ল্যানগুলো সম্পর্কে আরও ডিটেলসে জেনে নেওয়া যাক।
রিলায়েন্স জিওর সেরা পাঁচটি প্ল্যান
এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি হল রিলায়েন্স জিও। সম্প্রতি এই কোম্পানিটি তাঁদের গেমিঙের জন্য পাঁচটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। প্রায় সমস্ত প্ল্যানের সঙ্গেই ফ্রিতে JioGames Cloud সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এছাড়াও আরও এমন কিছু সুবিধা দেওয়া হচ্ছে যে আপনি ভাবতেও পারবেন না। তাই আলাদা আলাদা করে প্রত্যেকটি প্ল্যান নিয়ে জেনে নেওয়া যাক।
জিওর ৪৮ টাকার রিচার্জ প্ল্যান
রিলায়েন্স Jio যে কটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে তার মধ্যে সবচেয়ে কম দামের প্ল্যানটি হল ৪৮ টাকা দামের গেমিং অ্যাড অন প্রিপেইড রিচার্জ প্ল্যান। এতে আপনি পাবেন 10MB হাই স্পীড ডেটা। এই প্ল্যানের বৈধতা হল তিন দিনের। এই প্ল্যানটিতে আপনি পাচ্ছেন ভ্যালিডিটি পিরিয়ড পর্যন্ত JioGames Cloud এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন।
জিওর ৯৮ টাকার রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিওর লঞ্চ করা আরও একটি রিচার্জ প্ল্যান হল ৯৮ টাকা দামের প্ল্যানটি। এটি গেমিং অ্যাড অন প্রিপেইড প্ল্যান। এতে আপনি পাচ্ছেন 10MB ডেটা। যার বৈধতা হল সাত দিনের। সাত দিন পর্যন্ত JioGames Cloud ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
জিওর ২৯৮ টাকার রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিওর তরফে লঞ্চ করা বিশেষ এই রিচার্জ প্ল্যানটি হল ২৯৮ টাকা দামের গেমিং অ্যাড অন প্রিপেইড রিচার্জ প্ল্যান। এবার এতে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? এতে দেওয়া হচ্ছে 3GB হাইস্পীড ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। ২৮ দিনের জন্য আপনি পাচ্ছেন JioGames Cloud এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন। বিশেষ করে যারা দীর্ঘ সময় পর্যন্ত বিনামূল্যে JioGames Cloud অ্যাক্সেস করতে চান, তাদের জন্য তো এই প্ল্যানটি অবশ্যই ভালো একটি অপশন।
জিওর ৪৯৫ টাকার রিচার্জ প্ল্যান
Jio লঞ্চ করেছে 495 টাকা দামের আরও একটি গেমিং অ্যাড অন প্রিপেইড প্ল্যান। এতে বৈধতা দেওয়া হচ্ছে 28 দিনের। পাচ্ছেন প্রতিদিন 1.5GB হাই স্পীড ডেটা।আনলিমিটেড ভয়েস কলিং সঙ্গে রোজ ১০০ টি করে এসএমএস। এই প্ল্যানে যদি আপনি রিচার্জ করেন তাহলে 28 দিনের জন্য আপনি পেয়ে যাচ্ছেন JioGames Cloud এবং FanCode এর সাবস্ক্রিপশন। এছাড়াও তিন মাস পর্যন্ত JioHotstar, JioTV আর সঙ্গে 50GB Jio AICloud স্টোরেজের কমপ্লিমেন্টারি অ্যাক্সেস দেওয়া হচ্ছে।
জিওর ৫৪৪ টাকার রিচার্জ প্ল্যান
Jio আরও একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে আর সেই প্ল্যানটি হল ৫৪৪ টাকা দামের গেমিং অ্যাড অন প্রিপেইড রিচার্জ প্ল্যান। এতে আপনি পাচ্ছেন 28 দিন ভ্যালিডিটি। থাকছে প্রতিদিন 2GB ডেটা, সঙ্গে আনলিমিটেড ভয়েস কল আর রোজ 100 এসএমএস পাওয়া যাচ্ছে। এছাড়াও দেওয়া হচ্ছে JioGames Cloud এবং FanCode 28 দিনের সাবস্ক্রিপশন। JioHotstar, JioTV এবং 50GB Jio AICloud স্টোরেজের সঙ্গে তিন মাসের ফ্রি অ্যাক্সেস উপভোগ করতে পারবেন।
উপসংহার
মোট কথা সব কটি প্ল্যান আপনার সাধ্যের মধ্যে। মাত্র ৪৮ টাকা খরচে যেমন ব্যাপক সুবিধা পাচ্ছেন ঠিক তেমন ভাবেই বাকি প্ল্যানগুলির ক্ষেত্রেও বহু সুবিধা আসছে আপনার হাতের নাগালে। এছাড়াও জিওর অন্যান্য প্ল্যানগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট দেখতে পারেন।
আরও পড়ুন:- শিল্পসাথী প্রকল্প কী? কী সুবিধা মিলবে? কী ভাবে আবেদন করবেন? জেনে নিন