এক্সচেঞ্জ অফারে ফোন বা ল্যাপটপ কেনার আগে এই কাজটা অবশ্যই করবেন নাহলে বড় বিপদ।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আপনার পুরোনো স্মার্টফোন বা ল্যাপটপ বা ট্যাবটি বিক্রি বা এক্সচেঞ্জ করে নতুন একটা কিনবেন বলে ভাবছেন? ওই স্মার্ট গ্যাজেটে কিন্তু আপনার বহু গুরুত্বপূর্ণ ডেটা স্টোর করা আছে। খালি ডিলিট করলেই ভাবছেন, সমস্যা মিটে গেল?

মোটেই তা নয়। যদি সেই স্মার্ট গ্যাজেটে থাকা পুরোনো তথ্য ঠিক ভাবে মুছে না–ফেলেন, তা হলে বড় বিপদ অপেক্ষা করছে আপনার জন্য। তাই এক্সচেঞ্জ অফারে নতুন গ্যাজেট কেনার আগে জেনে নিন কী করবেন, কী করবেন না।

স্মার্টফোনের ক্ষেত্রে যাবতীয় কন্ট্যাক্টের ব্যাকআপ করে নিন। জিমেল অ্যাকাউন্টে সমস্ত ফোন নম্বর সিঙ্ক করে নিন। ম্যানুয়ালি করতে চাইলে কন্ট্যাক্টস ডট গুগল ডট কম থেকেও করতে পারেন।

আরও পড়ুন:- গাজা থেকে ১০ লক্ষ প্যালেস্তাইনবাসীকে লিবিয়া পাঠানো হবে, কি পরিকল্পনা ট্রাম্পের? জানুন

সঙ্গে কল রেকর্ড ও মেসেজের ব্যাকআপও করে নিতে হবে। কখন এই সব ডেটা আপনার কী কাজে লেগে যায়, কে বলতে পারে। মেসেজ ব্যাকআপ করার ক্ষেত্রে এসএমএস ব্যাকআপ অ্যান্ড রেস্টোর নামক একটি থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন। গুগল ড্রাইভেও মেসেজ ও কল রেকর্ডের ব্যাক আপ নিতে পারেন।

স্মার্টফোন বা ল্যাপটপ–ট্যাবে রাখা যাবতীয় ছবি, ভিডিয়ো-সহ সব মিডিয়ার ব্যাকআপ রেখে দিন। গুগল ফোটোজ়, গুগল ড্রাইভ, মাইক্রোসফট-এর ওয়ানড্রাইভ, ড্রপবক্স বা যে কোনও বিশ্বস্ত ক্লাউড সার্ভিসে এগুলো ব্যাকআপ রাখতে পারেন। পাশাপাশি মিডিয়া ফাইলস এক্সটার্নাল হার্ড ড্রাইভে ট্রান্সফার করতে পারেন।

আপনার পুরোনো গ্যাজেটটি বিক্রি করার আগে ওই গ্যাজেট থেকে আপনি ইমেল, হোয়াটসঅ্যাপ বা অন্য যে কোনও সোশ্যাল মিডিয়া সাইটে লগ ইন করে রেখেছিলেন, সেগুলি থেকে লগ আউট করুন। তার পরে আপনার গ্যাজেটটি ফ্যাক্টরি রিসেট করুন।  অন্তত দু’–তিনবার ফ্যাক্টরি রিসেট করে দেখে নিন, কোনও ডেটা রয়ে গেল কি না।

আপনার পুরোনো স্মার্টফোনে কি কোনও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতেন? যদি করে থাকেন, তা হলে তা খুলে নিন। দেখে নিন, সেই মাইক্রোএসডি কার্ডে যা ডেটা ছিল, সেগুলি নিরাপদে রয়েছে কি না।

স্মার্টফোনের ক্ষেত্রে পুরোনো সিম কার্ডটি বের করতে ভুলবেন না। গ্যাজেটটি হ্যান্ড ওভারের আগে চেক করে নেওয়া ভাল‍ো।

ফ্যাক্টরি রিসেট করার আগে আপনার গ্যাজেটটি এনক্রিপ্টেড রয়েছে কি না, তা একবার যাচাই করে নিন। যদি না থাকে তা হলে আপনার গ্যাজেটের সেটিংস অপশন থেকে ম্যানুয়ালি তা করে নিতে পারবেন। এনক্রিপশন করে রাখলে ফ্যাক্টরি রিসেটের পরে আপনার ফোনের গোপনীয় তথ্য কারও পক্ষে অ্যাকসেস করা সম্ভব হবে না।

ফ্যাক্টরি রিসেটের সময়ে রিসেট অপশনে গিয়ে ইরেজ় অল ডেটায় ক্লিক করুন। তাতে ফোন থেকে সব মুছে যাবে।

ভালো দাম পেতে অরিজিনাল বক্স, বিল, চার্জার রেখে দিতে পারেন।

আরও পড়ুন:- আসল ভেবে ফেক থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করছেন না তো? কী ভাবে বুঝবেন ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন