এক বছরে ৭৩৯% বৃদ্ধি, লগ্নি করতে পারেন এই ৭ পেনি স্টকে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেয়ার বাজারে এমন অনেক অখ্যাত সংস্থার স্টক থাকে, যেগুলি নিয়ে আলোচনা হয়তো তেমন শোনা যায় না। কিন্তু তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে, সেই সমস্ত স্টকে লগ্নি করে বিপুল অঙ্কের লাভ করেছেন লগ্নিকারীরা।

এ রকমই কয়েকটি পেনি স্টকের কথা জানানো হয়েছে এই প্রতিবেদনে। এই সমস্ত স্টকের দাম ২০ টাকার কম। এই সমস্ত সংস্থার মার্কেট ক্যাপিটালাইজ়েশনও ১ হাজার কোটি টাকার কম। কিন্তু গত এক বছরে ৫১ থেকে ৭৩৯ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে এই সমস্ত স্টক। এই সব পেনি স্টক থেকে মাল্টিব্যাগার রিটার্ন পেয়ে লাভের ঝুলি ভরে দিয়েছে বিনিয়োগকারীদের।

প্রো ফিন ক্যাপিটার সার্ভিস: এই নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানির স্টক গত এক বছরে ৭৩৯ শতাংশ রিটার্ন দিয়েছে। এই স্টকের দাম এখন ৮.৩৮ টাকা।

পামাদ কটন ইয়ার্নস: রেডিমেড পোশাক প্রস্তুতকারক এই স্টকের দাম ৫.২৪ টাকা। গত এক বছরে এই পেনি স্টক থেকে রিটার্ন মিলেছে

আরও পড়ুন:- রাজ্যের মেয়েদের 25,000 টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। জানুন কিভাবে আবেদন করতে হবে ?

ক্রেট্টো সিসকন: রিয়েল এস্টেট সংক্রান্ত বিভিন্ন সার্ভিস দেয় এই সংস্থা। গত এক বছরে এই স্টক থেকে রিটার্ন এসেছে ১৬৭ শতাংশ। এই স্টকের দাম এখন ২.১০ টাকা।

ওয়েলকিওর ড্রাগস অ্যান্ড ফার্মা: ফার্মা সেক্টরের এই পেনি স্টক গত এক বছরের রিটার্ন দিয়েছে ১১২ শতাংশ। এই সংস্থার স্টকের দাম ১২.২৮ টাকা।

লিডিং লিজ়িং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি: বিজ়নেস ইনভেস্টমেন্ট এবং ফিনান্স সংক্রান্ত পরিষেবা প্রদানকারী এই সংস্থার স্টকের দাম এখন ৫.৯০ টাকা। গত এক বছরে ৯২ শতাংশ বৃদ্ধি হয়েছে এই স্টকের।

সেলউইন ট্রেডার্স: এই ইনভেস্টমেন্ট কোম্পানির স্টক নিয়েও আশাবাদী বাজার বিশেষজ্ঞরা। গত এক বছরে ৬৬ শতাংশ বৃদ্ধি হয়েছে এই সংস্থার শেয়ারের। এই স্টকের দাম এখন ৬.৭৫ টাকা।

সপ্তক কেম অ্যান্ড বিজ়নেস: অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক কেমিক্যাল প্রস্তুতকারক এই সংস্থার স্টকে দাম ৪.৫০ টাকা। এই স্টক গত এক বছরে বেড়েছে ৫১ শতাংশ।

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- জুলাই মাসে ৫ রাশির ওপর শুক্রের কৃপা, রাতারাতি বড়লোক হওয়ার সম্ভাবনা আছে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন