Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এপ্রিলেই কি বিধানসভা ভোট ? আনুষ্ঠানিক ভাবে বিধানসভা ভোটের ঘোষণা না হলেও রাজনৈতিক দিক দিয়ে কিন্তু রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। রাজ্যের সব রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি , তৃণমূল বা বাম কংগ্রেস দফায় দফায় প্রচার অভিযান কাজ শুরু করে দিয়েছে। ২১-র ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে বঙ্গ বিজেপি। তবে রাজ্যে ভোট কবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
সূত্র মারফত জানা যাচ্ছে আগামী এপ্রিল মাসেই বাংলায় বিধানসভা ভোট করানোর কথা ভাবছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে ৭ দফায় ভোট করানোর কথা ভাবছেন নির্বাচন কমিশন। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যে বেশি দফায় ভোট করানোর কথা ভাবা হচ্ছে। এছাড়াও করোনা সংক্রমণের কারণে এবার বিধানসভা ভোটে বুথের সংখ্যাও বেশি থাকবে বলে মনে করা হয়েছে। আর রাজ্যে ইতিমধ্যেই বাড়তি ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই বাড়তি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে রাজ্যে।
আরো পড়ুন :- আগত বিধানসভা ভোটে বহরমপুর লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন
উলেখ্য আগামী মার্চ মাসেই ২১-র ভোটের দিনক্ষণ ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। ডিসেম্বরে রাজ্য সফরে এসে এমন ইঙ্গিত দিয়েছিলেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। আর বিহার মডেলকে সামনে রেখেই বাংলাতেও বিধানসভা ভোট করানোর কথা ভাবা হচ্ছে। রাজ্যে নির্বাচন অবাধ করতে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতােয়ন করা হতে পারে।
Highlights
1. এপ্রিলেই কি বিধানসভা ভোট ?
2. বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতােয়ন করা হতে পারে
#EC #CRPF