Bangla News Dunia , অজয় দাস :- শুক্রবার নিজের ভবিষ্যৎ নিয়ে জল্পনায় জল ঢেলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসের জার্সিতে আরও এক বছর খেলবেন বলে জানিয়েছেন তিনি। এই খবরে খুশি ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, ধোনি খুব ফিট। আরও এক বছর খেলা কোনও সমস্যাই হবে না। শাস্ত্রীর দাবি, ‘ধোনি যে অসাধারণ ফিট এটা নিয়ে কোনও সন্দেহই নেই। এখনই ঘোষণা করে দিয়ে ও ভালোই করেছে। এতে জল্পনাটা থামল। যে নাটক ওকে ঘিরে চলছিল সেটা বন্ধ হল।’
আরো পড়ুন :- SSC নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ARREST ?
#shortnews