গ্রীষ্মের প্রখর দাবদাহের দহন জ্বালা সহ্য করতে করতে ক্লান্ত মন চায় শান্তির বারিধারা। বর্ষণমুখর দিন। যা শরীর মন জুড়িয়ে দেবে। যদিও একসময় বর্ষার একটানা বৃষ্টিতেও মানুষ বিরক্ত হতে শুরু করেন।
আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ঘরে বসে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি জেনে নিন
তবে তার আগে গ্রীষ্মের পর বর্ষার দিনগোনাটা সকলের জন্যই এক অধীর অপেক্ষা। এবার সেই চাহিদা অনেক দ্রুত পূরণ হতে চলেছে। আর কিছুদিন পরেই ভারতে ঢুকে পড়তে চলেছে বর্ষা।
আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ২৭ মে ভারতে বর্ষা প্রবেশ করছে। ২৭ মে কেরালা দিয়ে প্রতিবারের মত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে ঢুকে পড়বে। তারপর ছড়িয়ে পড়বে দেশজুড়ে।
খাতায় কলমে ভারতে বর্ষার প্রবেশ ঘটার কথা ১ জুন। ২০০৯ সালে শেষবার এত তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করেছিল ভারতে। সেবার ২৩ মে বর্ষা ঢোকে কেরালা দিয়ে।
তারপর এই ২০২৫ সালে তার পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবার ২৭ মে বর্ষা প্রবেশ করবে কেরালা দিয়ে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
চলতি বছরে আসন্ন বর্ষায় ভারত স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি পাবে বলেই মনে করছেন আবহবিদেরা। এবার ১০৫ শতাংশ বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। আর তা শুরু হবে আগেভাগেই।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এল নিনো পরিস্থিতি এখন অনেকটাই স্তিমিত। যে এল নিনো প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃষ্টি কমিয়ে দেয়। সেই এল নিনো প্রভাব কম হওয়ায় বৃষ্টির সম্ভাবনা বেড়েছে।
আরও পড়ুন : ভারত ও পাকিস্তানের পরমাণু নীতি কী ? পরমাণু হামলা কখন করা যায়? ? জানা জরুরি