Bangla News Dunia, দীনেশ :- যুদ্ধ আবহে এবার হাই অ্যালার্ট জারি করা হল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। সমস্ত ছুটি বাতিল করা হয়েছে কর্মীদের। বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব থাকা সিআইএসএফ আধিকারিক-সহ বিমানবন্দর কর্মীদের জরুরি নোটিশ দিয়ে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির পর্যালোচনায় সাউথ ব্লকে শুরু হয়েছে জরুরি বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন তিন সেনার প্রধান এবং সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান।
আরও পড়ুন:- যুদ্ধকালীন পরিস্থিতিতে কালোবাজারি বরদাস্ত করবো না, কি ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী ? জানুন
শুক্রবার সকালে পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ভিডিও পোস্ট করল ভারতীয় সেনা। ড্রোন হামলার পাক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য দেখা গিয়েছে ওই ভিডিও-তে। যদিও ঠিক কোন জায়গার ভিডিও সেটা অবশ্য জানানো হয়নি। এদিন সকালে ফের পাকিস্তানের এয়ার স্ট্রাইকের আশঙ্কায় সাইরেন বাজে চণ্ডীগড়ে। দীর্ঘক্ষণ ধরে বাজে সাইরেন। সাইরেন বাজতেই প্রায় একপ্রকার শূন্য হয়ে যায় চণ্ডীগড়ের রাস্তা। তবে সেখানে এয়ার স্ট্রাইকের কোনও নেই। দিল্লিতে নিরাপত্তা বাড়ানো হল লালকেল্লা, কুতুব মিনারের।
আরও পড়ুন:- এই তেল দিয়ে মালিশ করুন শিশুকে ! হাড় মজবুত ছাড়াও স্বাস্থ্যেরও উন্নতি হবে