Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভাবুন তো, আপনি কাউকে মেসেজ করছেন আর সে আপনার জন্য ইচ্ছে মতো প্রোডাক্ট খুঁজে দিচ্ছে, দামের তুলনা করছে, কোন ওয়েবসাইটে সস্তায় পাবেন সেটাও জানিয়ে দিচ্ছে—আর আপনাকে শুধু এক ক্লিকে কিনে ফেলতে হবে! কল্পনার মতো শোনালেও এটাই এখন বাস্তব। OpenAI-এর ChatGPT-তে এসেছে এক দারুণ আপডেট, যা আপনার পুরো শপিং এক্সপিরিয়েন্সটাই বদলে দেবে।
ChatGPT এখন শুধু কথাই বলে না, আপনার জন্য জিনিস খুঁজেও দেয়!
OpenAI জানিয়েছে, ChatGPT-তে এখন থেকে আপনি চ্যাট করেই প্রোডাক্ট সার্চ করতে পারবেন। আপনি যা খুঁজছেন—হেডফোন, মোবাইল, জামা-কাপড়, বই—যে কিছুই হোক না কেন, ChatGPT এখন আপনাকে দেবে সেই প্রোডাক্টের পুরো তথ্য, দাম, রেটিং, ইউজার রিভিউ এবং কোন কোন অনলাইন শপে সেটা পাওয়া যাচ্ছে তার বিস্তারিত তালিকা।
এমনকী ChatGPT আপনাকে সেই প্রোডাক্টের সবচেয়ে ভালো ডিলটাও সাজেস্ট করবে। এ যেন আপনার নিজের ব্যক্তিগত স্মার্ট শপিং অ্যাসিস্ট্যান্ট!
এই ফিচার কবে থেকে পাবেন?
এই নতুন ফিচারটি এখন ChatGPT-এর ডিফল্ট 4-o মডেলের সঙ্গে যুক্ত হয়েছে। ধাপে ধাপে এটি সবার ফোন বা ব্রাউজারে পৌঁছে যাবে। খুব অল্প সময়ের মধ্যেই সব ইউজার এটি ব্যবহার করতে পারবেন।
কীভাবে কাজ করে এই শপিং ফিচার?
আপনি যদি ChatGPT-তে লিখেন, “ভালো একটা বাজেট ল্যাপটপ সাজেস্ট করো”, তাহলে AI আপনাকে শুধুই নাম বলে থেমে যাবে না। বরং আপনাকে জানাবে—
কোন মডেলগুলো আপনার চাহিদা অনুযায়ী
কোন দামে কোথায় পাওয়া যাচ্ছে
ইউজারদের রেটিং কেমন
আপনার বাজেটের মধ্যে কোনটা সেরা
এমনকী সরাসরি সেই প্রোডাক্টের লিঙ্কও দিয়ে দেবে, যেখানে ক্লিক করলেই আপনি কিনে ফেলতে পারবেন!
সার্চিং-এর অভিজ্ঞতা আরও মসৃণ ও উন্নত
OpenAI আরও জানিয়েছে, ChatGPT-এর সার্চ ফিচারে অনেক উন্নতি করা হয়েছে। এখন এটি আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট, বিস্তারিত আর মানুষের মতো সাজেশন দিতে পারবে। এটা Google-এর মতোই কাজ করবে, তবে অনেক বেশি পার্সোনালাইজড আর সহজে বুঝতে পারার মতো ভাষায়।
লোকজন একেবারে ঝাঁপিয়ে পড়েছে!
OpenAI এক্স (Twitter)-এ জানিয়েছে, গত সপ্তাহেই ChatGPT-এর এই সার্চ মোড ব্যবহার করে ১ বিলিয়নেরও বেশি সার্চ হয়েছে। মানুষ যেমন করে পছন্দের জিনিস খোঁজে, তার চেয়েও বেশি আগ্রহ নিয়ে তারা ChatGPT-র শপিং সার্চ ব্যবহার করছে।
WhatsApp-এও মিলছে সুবিধা!
আরও বড় চমক, এখন আপনি WhatsApp-এ মেসেজ পাঠিয়েও ChatGPT-এর সাহায্য পেতে পারেন।
আপনাকে শুধু একটা নম্বরে (+1-800-242-8478) মেসেজ করতে হবে, আর আপনি লাইভ স্পোর্টস স্কোর, আপডেটেড খবর, এমনকি প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। মানে, ChatGPT এখন আপনার WhatsApp-ফ্রেন্ড!
AI-এর দুনিয়া প্রতিদিন বদলাচ্ছে, আর ChatGPT সেই বদলের মুখ্য চরিত্র হয়ে উঠেছে। এবার শুধু পড়াশোনা বা প্রশ্নের উত্তর নয়, শপিং, রিভিউ, দামের তুলনা, সবকিছুই করে দিচ্ছে একজায়গা থেকে। এটা শুধু সুবিধা নয়, বরং সময় বাঁচানোর ও দারুণ উপায়। এই ChatGPT আপডেট নিঃসন্দেহে ডিজিটাল যুগে আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হতে চলেছে।
আরও পড়ুন:- এই ৩ খাবার খেলেই বাড়ে ফ্যাটি লিভারের ঝুঁকি
আরও পড়ুন:- দিনভর মোবাইলে বুঁদ, শিরদাঁড়া বেঁকে গেল যুবকের । জানতে বিস্তারিত পড়ুন