Bangla News Dunia, Pallab : পহেলগাঁও কাণ্ডের (Pahalgam Terror Attack) পর অনেক পর্যটকই আতঙ্কে ছেড়ে চলে আসছেন জম্মু-কাশ্মীর (J&K)। আবার ব্যতিক্রমও দেখা গিয়েছে পর্যটকদের একাংশের মধ্যে। তাঁদের পালটা দাবি, কাশ্মীর যখন ঘুরতে এসেছেন, দেখেই যাবেন। কারণ, কাশ্মীরিদের উপর ভরসা রয়েছে।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন
মহারাষ্ট্র (Maharashtra) থেকে কাশ্মীরে ঘুরতে গিয়েছেন কয়েকজন পর্যটক। তাঁদের মধ্যে দুই মহিলা বলেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আত্মীয়, পরিচিতরা অনেকেই ফিরে আসার জন্য বারবার বলছেন। মঙ্গলবারের ঘটনা অবশ্যই ভয় ধরানোর মতো। কিন্তু আমরা ভীত নই। আমরা পহেলগাঁও ছেড়ে যাচ্ছি, কিন্তু কাশ্মীর ছাড়ছি না।’
ওই পর্যটকদের আরও এক সঙ্গী জানিয়েছেন, কাশ্মীরিদের আতিথেয়তা মুগ্ধ করার মতো। স্থানীয়দের উপর ভরসা করা যায়। পর্যটকরা তাঁদের গাড়িচালকের প্রসঙ্গও তুলে ধরেন। তাঁরা জানান, কখনও পর্যটকদের ধর্মপরিচয় জানতে চান না কাশ্মীরের গাড়িচালকরা। পর্যটকের নিরাপত্তা নিয়েও ভাবেন তাঁরা। তাঁদের কথায়, এই ঘটনার পর গাড়িচালকরাই তাঁদের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত ছিলেন। নিজের পরোয়া না করে নিরাপদে হোটেলে পৌঁছে দিয়েছেন।
মঙ্গলবার অনন্তনাগ (Anantnag) জেলার পহেলগাঁওয়ে (Pahalgam) বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে জঙ্গিরা। তাতে প্রাণ হারান অন্তত ২৬ জন পর্যটক। সশস্ত্র জঙ্গিরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে হত্যালীলা চালিয়েছে বলে খবর। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ঘনিষ্ঠ সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। পুলওয়ামার পর এটাই বড় হামলা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে হামলাকারীদের ছবি, স্কেচ প্রকাশ্যে এসেছে। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে জম্মু-কাশ্মীরে।