এ বার মুদি দোকানেই মিলবে ওষুধপত্র? জানুন এই ব্যাপারে কি বলছে সরকার ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

indian-medicines

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আর ওষুধের দোকানে যেতে হবে না। পাড়ার মুদি দোকানেই মিলবে নিত্য-প্রয়োজনীয় কিছু ওষুধ। মিন্ট-এর রিপোর্ট অনুযায়ী, এমনই নিয়ম আসতে চলেছে। কাফ সিরাপ থেকে অ্যান্টি-ফাঙ্গাল ক্রিম বা ব্যথা কমানোর কিছু ওষুধ (যে গুলি নন-প্রেসক্রিপশন মেডিসিন) এ বার সাধারণ মুদি দোকানেও মিলবে।

Mint-এর প্রতিবেদন অনুযায়ী, নন-প্রেসক্রিপশন মেডিসিন আরও সহজলভ্য করতে ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজ়ারি বোর্ড এপ্রিলে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনও এই সংক্রান্ত কোনও অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি। প্রান্তিক এলাকায় সহজে যাতে এই ধরনের ওষুধ পৌঁছে যায়, সে দিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:- মকড্রিল মানে কী? ঠিক কী করতে হবে সাইরেন বাজলেই? জানুন

নন প্রেসক্রিপশন ড্রাগ কী?

ভারতে একাধিক ওষুধ রয়েছে, যেগুলি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই কেনা যায়। কিছু ধরনের পেইন-কিলার, কাফ সিরাপ, অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টি-ফাঙ্গাল ওষুধ এর মধ্যে পড়ে। ওষুধের পরিভাষায় একে ‘ওভার দি কাউন্টার’ বা ওটিসি প্রোডাক্টও বলা হয়। ওই রিপোর্ট অনুযায়ী, এই ধরনের ওষুধগুলি এ বার থেকে সাধারণ মুদি দোকানেও রাখা যাবে। সেই দোকানগুলিতে ফার্মাসিস্ট রাখতে হবে না, কিন্তু একটি নির্দিষ্ট লাইসেন্স রাখতে হবে। সাধারণত ওষুধের দোকানের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ফার্মাসিস্ট রাখতে হয়।

সূত্রের খবর, ওটিসি ওষুধের তালিকায় কী কী আসবে, তা নিয়ে এখন পর্যালোচনা হচ্ছে। ওটিসি ওষুধের সংজ্ঞা ও শর্তে কোনও বদল আসবে কি না তা নিয়েও কথা হচ্ছে। সবদিক বিবেচনা করে কোনও ওটিসি ওষুধ সংক্রান্ত নির্দিষ্ট গাইডলাইন আনার পরেই এই পদক্ষেপে সরকারের তরফে সিলমোহর পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:- পাক সেনার ওপর বড় হামলা, অফিসার সহ নিহত ৬ । জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন