Bangla News Dunia, Pallab : বাংলার পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) ওডিশায় (Odisha) আটকে রাখার অভিযোগ। এনিয়ে এবার ওডিশা সরকারের কাছে তথ্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
আরও পড়ুন : স্টেট ব্যাংকের জনপ্রিয় প্রকল্পে মিলছে প্রচুর সুদ ! সারাজীবন টেনশন ফ্রি থাকুন
বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, কেন এবং কিসের ভিত্তিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে? কোনও এফআইআর দায়ের হয়েছে কি? আটক করার পরে ওই পরিযায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? এখন তাঁরা কোথায় রয়েছেন?। আদালত জানিয়েছে, এইসব প্রশ্নগুলো ওডিশার মুখ্যসচিবকে পাঠানোর জন্য বলা হয়েছে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে। জবাব দেখে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।
ওডিশায় পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ আগেই উঠেছিল। তাঁদের কেউ মালদা, কেউ মুর্শিদাবাদ, কেউ বা বীরভূমের বাসিন্দা। এনিয়ে রাজ্যের মুখ্যসচিব ওডিশার মুখ্যসচিবকে চিঠিও লিখেছিলেন। এসবের মাঝেই সেখান থেকে বেশ কয়েকজন শ্রমিকের রাজ্যে ফিরে আসার খবর সামনে আসে। কিন্তু সবাই ফিরেছেন কিনা, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। দিল্লিতেও বাংলার কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।