ওদিকে জলপথে বড় হামলা করতে পারে নৌসেনা ! ঠকঠক করে কাঁপছে পাকিস্তান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

indian navy

Bangla News Dunia, Pallab : পাকিস্তানকে জবাব দেওয়া শুরু করল ভারত। সরাসরি হামলা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। কামান দাগা হচ্ছে সিয়ালকোটের বাজওয়াত সেক্টর, লাহোরেও। বৃহস্পতিবার রাতে জম্মু, জয়সলমীর, পাঠানকোট-সহ ভারতের বিভিন্ন শহরে আকাশপথে একাধিক হামলা চালায় পাকিস্তান। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিটি হামলাই ব্যর্থ করে দেয়।

আরও পড়ুন : ভারতের S-400 VS পাকিস্তানের HQ-9 ডিফেন্স সিস্টেম, কে কতটা এগিয়ে ? জানুন

পাকিস্তানের সিয়ালকোটের বাজওয়াত সেক্টরে পাল্টা আক্রমণ করেছে ভারত বলে খবর পাওয়া যাচ্ছে। পাশপাশি হামলা চালানো হয়েছে লাহোরেও। বাজওয়াত সেক্টরে ঘন ঘন কামান দাগার আওয়াজ পাওয়া যাচ্ছে।  হামলা চালানোর পরই এই আক্রমণ সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী ঘটনাবলীর দিকে নজর রাখছেন বলে জানা গিয়েছে।

ওদিকে জল পথে সক্রিয় নৌসেনা। করাচি বন্দর ধ্বংস করে দিতে পারে নেভি। সব মিলিয়ে শোচনীয় অবস্থা পাকিস্তানের

আরও পড়ুন : ফের ব্ল্যাকআউট, বাজল সাইরেন, বিস্ফোরণের শব্দ ! কুপওয়ারায় গোলাবর্ষণ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন