ওবিসি সংরক্ষণ নিয়ে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়ায় বড় আপডেট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab :

রাজ্য স্কুল সার্ভিস কমিশন (WBSSC) সম্প্রতি দ্বিতীয় স্কুল লার্নেড সিলেকশন টেস্ট (2nd SLST) সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূলত, OBC সংরক্ষণ ইস্যুতে সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে কমিশন একটি নতুন সংযোজনী (Addendum) জারি করেছে যা প্রার্থীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা OBC ক্যাটাগরির অন্তর্ভুক্ত রয়েছেন, তাদের জন্য এই আপডেট একাধিক প্রশ্ন ও সম্ভাবনা সামনে এনেছে।

আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !

চলুন আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিজ্ঞপ্তি এবং তার প্রভাব সম্পর্কে।

WBSSC SLST Notice 2025: কী বলা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে?

২০২৫ সালের ২৪শে জুন প্রকাশিত ক্যাটাগরি সংক্রান্ত বিজ্ঞপ্তির সঙ্গে যুক্ত করে WBSSC ৪ঠা জুলাই, ২০২৫ তারিখে এই নতুন সংযোজনী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের ২৬শে জুনের আদেশের ভিত্তিতেই এই সংযোজনী জারি করা হয়েছে।

মূল পরিবর্তন:

এখানে কমিশন জানিয়েছে, এখন থেকে WBSSC SLST 2025-এর আবেদন প্রক্রিয়ায় মূল OBC শ্রেণির প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন। অর্থাৎ, ২০১০ সালের আগের তালিকাভুক্ত OBC প্রার্থীদের সুযোগ দেওয়া হয়ে থাকবে।

OBC সংরক্ষণ: কী ছিল আগে এবং এখন কী হলো?

আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের OBC সংরক্ষণ নিয়ে সম্প্রতি বড় বিতর্ক দেখা দেয়। কলকাতা হাইকোর্ট এর আগের রায়ে বলেছিল, ২০১০ সালের পর OBC তালিকাভুক্তি অবৈধ। ফলে বর্তমানে শুধু ২০১০ সালের আগের তালিকাভুক্ত জাতিগোষ্ঠীগুলিকে বৈধ OBC হিসাবে গণ্য করা হয়ে থাকবে।

আর নতুন WBSSC বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে। বলা হয়েছে, যারা ২০১০ সালের আগের OBC তালিকায় ছিলেন, তারা এখন আবেদন করতে পারবেন নিজের কাস্ট দেখিয়ে। অর্থাৎ, সম্প্রতি যারা OBC হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন, তারা আপাতত এই সুবিধার বাইরে থাকছেন।

আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? দেখুন কি বললেন দিলীপ ঘোষ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন