Bangla News Dunia, Pallab : ওয়াকফ আইনের প্রতিবাদের আঁচ এবার পড়ল ভাঙড়ে (Waqf Protest in Bhangar)। সোমবার আইএসএফের (ISF) কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এর জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে।
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন
জানা গিয়েছে, এদিন রামলীলা ময়দান অভিযান নেমেছিলেন আন্দোলনকারীরা। ওয়াকফ আইনের প্রতিবাদে সেখানে ছিল কর্মসূচি। কিন্তু তার আগেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। চাপিয়ে দেওয়া হয় ব্যারিকেড। আর তাতেই চড়ে উত্তেজনার পারদ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। জানা গিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের (Police) ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের লাঠিচার্জে কয়েকজন জখম হন বলে জানা গিয়েছে।
পুলিশের দাবি, রামলীলা ময়দানে যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে, সেই প্রসঙ্গে আগে থেকে থানায় কোনও অনুমতিপত্র জমা দেওয়া হয়নি। যদিও এবিষয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী পুলিশের দিকে তোপ দেগে বলেন, ‘উত্তেজনা ছড়াচ্ছে পুলিশ। আমাদের কাছে সব ভিডিও রয়েছে। এগুলি নিয়ে আমরা আইনের পথে যাব।’ পালটা তৃণমূলের বিধায়ক শওকত মোল্লার দাবি, ‘মানুষ ওঁদের সঙ্গে নেই। তাই হতাশাগ্রস্ত হয়ে এসব কথা বলছে।’
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে