Bangla News Dunia, দীনেশ :- ‘ওরা মাথায় মেরেছে, আমরা ছাতি ফালাফালা করে দিয়েছি’, শ্রীনগরে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সংঘর্ষবিরতি ঘোষণার ৫ দিন পর বৃহস্পতিবার তিনি জম্মু ও কাশ্মীরে এসেছেন। শ্রীনগরে চিনার কর্পসের সদর দপ্তর পরিদর্শনের পাশাপাশি এদিন সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী। এরপর তিনি নিজের বক্তব্যে পাকিস্তান ও জঙ্গিদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন।
আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন
রাজনাথ বলেছেন, ‘দেশের বাহাদুর জওয়ানদের কুর্নিশ। পাকিস্তানের সেনা চৌকি ও বাঙ্কার ধ্বংস করা হয়েছে। শত্রুপক্ষকে নাস্তানাবুদ করেছে ভারতীয় সেনা। এতদিন ভারত সীমান্তপারের জঙ্গি হামলা শুধু সয়েছে। অপারেশন সিঁদুর দেখিয়েছে আমরা শুধু আত্মরক্ষা করি না, প্রয়োজনে কড়া পদক্ষেপও করি।’
আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারেন
প্রতিরক্ষা মন্ত্রীর কথায়, ‘ভারতের মাথা কাশ্মীর। সেখানে হামলা চালানো হয়েছে। ওরা আমাদের মাথায় মেরেছে, আমরা ছাতি ফালাফালা করে দিয়েছি। ওরা ধর্ম দেখে মেরেছিল, আমরা কর্ম দেখে মেরেছি।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথার প্রতিধ্বনি এদিন শোনা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রীর গলায়। রাজনাথ বলেছেন, ‘কাশ্মীর নিয়ে কোনও কথা হবে না, হবে পিওকে নিয়ে।’ সোমবার রাতে জাতীর উদ্দেশে ভাষণে একই কথা বলেছিলেন মোদিও। ভারত-পাক উত্তেজনার আবহে বারবার পাকিস্তানের তরফে পরমাণু হামলার হুমকি দেওয়া হচ্ছিল। রাজনাথ জানিয়েছেন, পরমাণু হামলা নিয়ে কোনও ব্ল্যাকমেল মানবে না ভারত।
আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন