কত কিলোমিটার অন্তর অন্তর বাইকের মোবিল চেঞ্জ করা উচিত ? জেনে রাখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যে কোনও বাইকের মোবিল হল রক্তের মতো। এটাও সময়ে সময়ে বদলানোর প্রয়োজন হয়। আপনি যদি আপনার বাইকের ইঞ্জিন সবসময় ভাল রাখতে চান, তাহলে সময়ে সময়ে মোবিল চেঞ্জ করতেই হবে।কিন্তু, আমরা অনেকেই জানি না ঠিক কতদিন অন্তর মোবিল চেঞ্জ করতে হবে। তাহলে জেনে নিন কতদিন অন্তর মোবিল বদলাতে হয়।

বাইকের ইঞ্জিন থেকে যদি অত্যধিক আওয়াজ আসতে শুরু করে, তবে জানবেন এটা মোবিলের কারণেই হচ্ছে। তা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।

মোবিল ইঞ্জিনের ভিতরের অংশগুলিকে লুব্রিকেট করে। মোবিল পুরনো হলে লুব্রিকেন্ট করার শক্তি হারায় এবং এই কারণেই ইঞ্জিনে বেশি শব্দ হয়।

কোনও কোনও বাইকের সাইলেন্সার থেকে কালো ধোঁয়া মারতে দেখা যায। কালো ধোঁয়া বের হতে দেখলেই জানবেন মোবিল চেঞ্জ করতে হবে।

আরও পড়ুন:- দিনে মাত্র এত পা হাঁটলে ১৩ ধরনের ক্যান্সারের ঝুঁকি কমে যায়, বলছে গবেষণা

মোবিলের লং হালকা বাদামী হয়। পুরনো হয়ে গেলে এটি কালো এবং ঘন হয়ে যায়। আঙুলে সামান্য মোবিল নিয়ে অন্য আঙুল দিয়ে ঘষে মোবিলের লুব্রিকেন্ট টেস্ট করতে পারেন।

যদি ইঞ্জিন অয়েল মসৃণ না হয়, তবে এটি ময়লা হওয়ার বিষয়ে নিশ্চিত হবেন এবং তাই মোবিল বদলানো উচিত।মে্াবিলের লেভেল দেখার জন্য প্রায় সমস্ত বাইকের ইঞ্জিনের পাশে একটি ছোট উইন্ডো থাকে। যদি দেখেন উইন্ডোতে মোবিলের লেভেল কম রয়েছে তবে নতুন মোবিল ঢালতে হবে।

আজকাল সব বাইকই সেন্সর দেওয়া আছে। মোবিলের লুব্রিকেন্ট কম থাকলে জানতে পারবেন। তখন আবার নতুন মোবিল ঢালতে হবে।

আরও পড়ুন:- আজকাল অনেকের অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে কেন? জেনে নিন প্রতিকার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন