Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে হামলা চালাল বন্দুকবাজরা। কানাডায় কপিলের ক্যাফেতে এলোপাথাড়ি গুলি চলল। সূত্রের খবর, কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী আচমকা হামলা চালায়।
উল্লেখ্য, সম্প্রতি কানাডায় ওই ক্যাফে খুলেছেন জনপ্রিয় কমেডিয়ান কপিল। কপিলের ওই ক্যাফের নাম ‘ক্যাপস ক্যাফে’। গুলি চালানোর ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, গাড়িতে বসে দুষ্কৃতীরা পিস্তল বার করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে।
জানা গিয়েছে, হামলাকারীরা একটি গাড়িতে করে এসে গুলি চালায়। এই ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কপিল শর্মার তরফ থেকে কিছু বলা হয়নি। কপিলের ক্যাফেই হামলাকারীদের টার্গেটে ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। কানাডায় যে বহুতলে কপিলের ক্যাফে রয়েছে, সেখানে গুলি চালানো হয়েছে বলে খবর।
ঠিক কী ঘটেছে
জানা গিয়েছে, কানাডায় যে বহুতলে ক্যাফে রয়েছে কপিলের, সেখানে আচমকা কয়েক জন দুষ্কৃতী গাড়ি করে এসে গুলি চালায়। তারপরই চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের নিশানায় কপিলের ক্যাফে ছিল কিনা, নাকি অন্য কিছু টার্গেট ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে।
কমেডিয়ান হিসাবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন কপিল। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ দর্শকদের নজর কেড়েছে। কমেডি শোয়ের পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন কপিল। সিনেদুনিয়ায় জনপ্রিয়তা অর্জনের পর পরই ভিনদেশে ক্যাফে খুলেছেন কপিল। কমেডি তারকার ক্যাফে ঘিরে উন্মাদনাও চোখে পড়েছে। এর মধ্যেই দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
আরও পড়ুন:- সরকারি কর্মীদের জন্য সুখবর! বেতন বাড়তে চলেছে ৩০-৪০ শতাংশ।