Bangla News Dunia, Pallab : বাঙালির আত্মার সঙ্গে মিশে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলা যায়, বাঙালির মনে- প্রাণে, সুখে-দুঃখে, উৎসবে সবেতেই রয়েছেন গুরুদেব। পঁচিশে বৈশাখ বাঙালির অত্যন্ত কাছের এবং গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী (Rabindra Jayanti) উদযাপন হয় স্কুল- কলেজ, পাড়ায়- পাড়ায়। এই পঁচিশে বৈশাখে সোস্যাল মিডিয়ার সাহায্যে শেয়ার করতে পারেন কবি গুরুর কিছু উক্তি, যা আজও প্রাসঙ্গিক।
আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন
* “আছে দু:খ, আছে মৃত্যু,বিরহদহন লাগে। তবুও শান্তি,তবু আনন্দ, তবু অনন্ত জাগে…”
* “আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা।”
* “লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।”
* “নিজের গুণহীনতার বিষয়ে অনভিজ্ঞ এমন নির্গুণ শতকরা নিরেনব্বই জন, কিন্তু নিজের গুণ একেবারে জানে না এমন গুণী কোথায়?”
* “এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়।”
* “নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।”
* “সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় – বিলম্ব তারই অদৃষ্টে আছে।”
* “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।”
* “যথার্থ অধিকার থেকে মানুষ নিজের দোষে ভ্রষ্ট হয়।”
* “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস শর্বরীব সুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি।”
আরও পড়ুন : ভারতের S-400 VS পাকিস্তানের HQ-9 ডিফেন্স সিস্টেম, কে কতটা এগিয়ে ? জানুন