কবে পাবেন পিএম কিষান যোজনার টাকা ? ‌ টাকা না পেলে কি করবেন , জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

pm krishan

Bangla News Dunia, Pallab : কৃষকবন্ধুদের জন্য সরকারের তরফে চালু হয়েছে পিএম কিষান (PM Kisan) যোজনা। এই প্রকল্প দেশের লাখ লাখ কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। আপাতত কৃষকেরা অপেক্ষায় আছেন পরবর্তী কিস্তির টাকা কবে মিলবে। ইতিমধ্যে এসেছে সুখবর। জানা যাচ্ছে, জুলাই মাসের মধ্যেই হয়তো পিএম কিষান যোজনার (PM Kisan Yojana) ২০ তম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে তাঁদের অ্যাকাউন্টে। আসুন তবে জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত।

আরও পড়ুন : দুধ চা খালি পেটে খেলে সর্বনাশ, কী হয় ? জানুন

PM Kisan Yojana Scheme

এই দেশের কৃষকেরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন পরবর্তী কিস্তি অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা পাওয়ার জন্য। তাই কৃষকরা জেনে নিন খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে কিস্তির টাকা। বলা হচ্ছিল, হয়তো জুন মাসের শেষে অথবা জুলাই মাসের শুরুর দিকেই টাকা পেয়ে যাবেন কৃষকরা। আর এখন সম্ভাব্য একটি তারিখের দিকে নির্দেশ করা হচ্ছে। জানা যাচ্ছে হয়তো এই তারিখেই কিংবা এই তারিখের মধ্যে টাকা পেয়ে যাচ্ছেন কৃষকেরা।

পিএম কিষান যোজনার টাকা কবে পাবেন?

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ২০১৯ সালে চালু যে হয়েছিল পিএম কিষান যোজনা (PM Kisan Mandhan Yojana).

এখনো পর্যন্ত এই স্কিমের ১৯টি কিস্তি দেওয়া হয়েছে। আর সেই ১৯ টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সবমিলিয়ে মোট ৩.৬৮ লাখ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। বর্তমানে কৃষকেরা অপেক্ষায় আছেন ২০ তম কিস্তির টাকা পাওয়ার জন্য। আর সেই টাকা ক্রেডিট হতে চলেছে জলদি। দেশের ৯.৮৮ কোটির বেশি কৃষকরা খুব শীঘ্রই পিএম কিষান যোজনার ২০তম কিস্তির টাকা পেতে চলেছেন।

এখনো পর্যন্ত খবর পাওয়া গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৮ জুলাই বিহার সফরে যাবেন। আর সেখান থেকে, মোতিহারী থেকে বিশেষ করে তিনি এই যোজনার ২০তম কিস্তি জারি করতে পারেন এমনই সম্ভবনা দেখা দিচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে সরকারের তরফে কোনও ঘোষণা করা হয়নি। বিগত বছরের মতো এই বছরেও এপ্রিল-জুলাইয়ের কিস্তির টাকা পেতে কিছুটা দেরি হচ্ছে, যদিও জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এই যোজনার পরবর্তী কিস্তির টাকা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন