কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেষ পরীক্ষার দিন রেজাল্ট কবে প্রকাশিত হবে তা জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । গত 3 মার্চ থেকে শুরু হয় এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা । মঙ্গলবার শেষ দিনে ভূগোল, রাশিবিজ্ঞান ও হোম সায়েন্স-সহ বেশ কিছু বিষয়ের পরীক্ষা ছিল ৷

এদিনই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়, মে মাসের মধ্যভাগে ফলপ্রকাশ হবে। তবে এর পাশাপশি আগামী বছরের পরীক্ষার জন্য নয়া ব্যবস্থার কথাও বলা হয়েছে সংসদের তরফে। পরের বছর থেকে উচ্চমাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে পড়ুয়াদের উপস্থিতির জন্য ব্যবহার করা হবে গুগল শিট ।

এই বছর প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে ব্যবহার করা হয়েছে মেটাল ডিটেক্টর । কিন্তু তারপরেও বেশ কিছু পরীক্ষা কেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন । গত বছর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছিল 41 জনের থেকে । তবে এ বছর মেটাল ডিটেক্টরের জন্য মোবাইল ফোন উদ্ধার হয়েছে মাত্র আটটি । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “মেটাল ডিটেক্টর ব্যবহার করার ফলে পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার প্রবণতা কমেছে । তবে যাদের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, তাদের এবারের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে ।”

অন্যদিকে এই বছর পরীক্ষা চলাকালীন মুর্শিদাবাদ, কালিম্পং এবং বীরভূমের থেকে একজন করে পরীক্ষার্থী মারা গিয়েছেন। অপরদিকে কলকাতায় একজন সুপারভাইজার মারা গিয়েছেন । আবার 76 জন পরীক্ষার্থী হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছেন । পাশাপাশি এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘিরে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বলেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর। মালদার কালিয়াচকের একটি পরীক্ষা কেন্দ্রে সুপারভাইজারদের মারধরের ঘটনা ঘটেছে । মুর্শিদাবাদের এক স্কুলে পরীক্ষার্থীরা ভাঙচুর চালিয়েছে । সেই দিকেও কড়া নজর রাখছে সংসদ ।

আরও পড়ুন:- ফাইন বাড়ল ট্র্যাফিকে, কোন আইন ভাঙলে কত জরিমানা? জেনে নিন

আরও পড়ুন:- আপনার সন্তান মোটা হয়ে যাচ্ছে, মা-বাবারা এই ভুলগুলো করছেন না তো ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন