কম খরচে লাভজনক বিজনেস আইডিয়া ! ঘরে ঘরে চাহিদা, মাসে ৪০,০০০ টাকা ইনকাম

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

business idea

Bangla News Dunia, Pallab : ব্যবসা শুরু করার ইচ্ছে থাকলে চেষ্টা করুন এমন কোনো ব্যবসা (Business Idea) শুরু করার যেই ব্যবসায় আপনি অল্প বিনিয়োগ করে মোটা অংকে লাভ করতে পারবেন। ব্যবসা শুরুর প্রথমেই যদি বেশি খরচ হয়ে যায় তাহলে তো সমস্যার। তাই এই দিকটি প্রথমেই বিবেচনা করতে হবে। আর সেই উদ্দেশ্যে ভাল মুনাফা পেতে আরম্ভ করতে পারেন মাখানার ব্যবসা (Makhana Farming). এর চাহিদা রয়েছে ঘরে ঘরে। আসুন আজকের প্রতিবেদন থেকে এই বিজনেস সম্বন্ধে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন

Low Investment Business Idea

এখন মাখানা সবার দারুন পছন্দ। অর্থাৎ মাখানার বিশেষ চাহিদা রয়েছে বাজারে। আর সেই চাহিদা কে হাতিয়ার করেই আপনি শুরু করতে পারেন দারুন লাভজনক এক বিজনেস। মাখানায় আছে প্রচুর পরিমানে ভিটামিন, আর তার সঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার। তাই নিরামিষ খাওয়ার খাওয়া ও বা ডায়েট মেনে চলা ব্যক্তি দের জন্য এটি অন্যতম প্রধান খাদ্যদ্রব্য। ভারত এখন বিশ্বের সবচেয়ে বড় মাখানা উৎপাদক দেশ। তাই এই ব্যবসা এখন ভারতবর্ষে বিশেষভাবে জনপ্রিয়। দিন দিন ভারত থেকে মাখনার রপ্তানি বাড়ছে।

মাখানার চাষ শুরু করবেন কিভাবে?

এই মাখনার চাষ হয় সাধারণ পুকুর, জলাভূমি বা স্যাঁতসেঁতে জায়গায়। তাই এই চাষের জন্য একটু গরম ও আর্দ্র পরিবেশ প্রয়োজন হয়। চাষের জন্য তাপমাত্রা থাকতে হবে মোটামুটি ২০ থেকে ৩৫ ডিগ্রি মতো। আর মাটি হতে হবে কর্দমাক্ত অথবা জলধারক মাটি পেলে মাখনার উৎপাদন আবার কয়েকগুণ বেড়ে যায়।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন