Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা রোধ করার জন্য ভ্যাকসিন প্রয়োজন নেই ! এই কথাগুলো যিনি বলেছেন তিনি একজন নামকরা বিজ্ঞানী। ভদ্রলোকের হল নাম ড. মাইকেল ইয়োডেন। মার্কিন সংস্থা ফাইজার ফার্মাসিউটিক্যাল দাবি করেছে, তাদের তৈরী বিশেষ ভ্যাকসিন করোনা ভাইরাসকে রুখতে ৯০ শতাংশ কার্যকর। তাদের টিকার তৃতীয় দফার ট্রায়ালে সাফল্য এলে তা এই মুহূর্তে পৃথিবীর সব থেকে জটিল রোগ তারা সারিয়ে দেবে। তাই এই মহামারীকে অতটা গুরুত্ব দিচ্ছেন না ফাইজার ফার্মাসিউটিক্যাল এর প্রাক্তন প্রধান ড. ইয়োডেন।
প্রসঙ্গত ৩০ বছরের বেশি সময় ধরে ড. ইয়োডেন এলার্জি ও শ্বাসযন্ত্রের নানা রোগের বিষয়ে গবেষণা করেছেন। তিনি বলছেন করোনা মহামারী রোধ করার জন্য এখন আর ভ্যাকসিনের প্রয়োজন নেই। তিনি বলেছেন, যাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, তাদের ভ্যাকসিন দিয়ে কী লাভ ! কয়েক কোটি মানুষ তো সুস্থ আছেন। এছাড়াও এই ভ্যাকসিন যার ট্রায়াল ব্যাপকভাবে মানব শরীরে হয়নি ! তাই এই ভ্যাকসিন দেওয়ার ফলে সুস্থ মানুষের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হল , তখন তা হিতে বিপরীত হবে।
আরো পড়ুন :- বদহজম থেকে মুক্তির সহজ উপায় জেনে রাখুন !
তিনি আরো বলছেন সার্স কোব-২ ভাইরাস নতুন হলেও করোনা কিন্তু নতুন কোনও ভাইরাস নয়। এর আগে কেউ করোনার আক্রান্ত হলে তার টি-সেল ইমিউনিটি মজবুত হবে। করোনার সঙ্গে উপসর্গ মেলে এমন ভাইরাস গুলির বিরুদ্ধে লড়াই করতেও সেইসব আক্রান্তদের শরীর আগের থেকে সক্রিয় থাকবে। তাই তিনি টিকার ব্যাপারে গুরুত্ব দেন নি।
Highlights
1. করোনা রোধ করার জন্য ভ্যাকসিন প্রয়োজন নেই !
2. সার্স কোব-২ ভাইরাস নতুন হলেও করোনা কিন্তু নতুন কোনও ভাইরাস নয়
#COVID #Vaccine