কর্ণাটকের পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ঝড় ! অনেকটা পিছিয়ে কংগ্রেস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কর্ণাটকের পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ঝড় ! আগের হায়দ্রাবাদ তারপর রাজস্থান, গোয়া এবার কর্ণাটকের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়জয়কার। ফলাফলের ট্রেন্ড অনুযায়ী, দক্ষিণের রাজ্যটির অর্ধেকের বেশি গ্রাম পঞ্চায়েত আসন একাই দখল করতে চলেছে বিজেপি। অনেকটা পিছিয়ে দ্বিতীয় কংগ্রেস। কুমারস্বামীর দল জেডিএস ৩য় স্থানে। পঞ্চায়েত নির্বাচনে অভাবনীয় সাফল্যে অনেকটা উচ্ছ্বসিত কর্ণাটক বিজেপি।

bjp , west bengal bjp

প্রসঙ্গত কর্ণাটকের ৫ হাজার ৭৬২টি পঞ্চায়েতের প্রায় ৭০ হাজার আসনের মধ্যে এখনো পর্যন্ত শাসক দল বিজেপি এগিয়ে আছে ৫ হাজার ৩৪২টি আসনে। অর্ধেকের কিছু বেশি আসনে এগিয়ে বিরোধী কংগ্রেস। এই মুহূর্তে তাদের দখলে ১ হাজার ৫৮২টি আসনে। অনেক পিছিয়ে কুমারস্বামীর দল জেডিএসের দখলে ১ হাজার ৩৪১টি আসন। এবার ভোট হয়েছে ব্যালটে। তাই ফলাফল আসতে একটু দেরি হচ্ছে। প্রসঙ্গত, কর্ণাটকের পঞ্চায়েত নির্বাচন কোনও দলীয় প্রতীকে হয় না। তবে, সব দল নিজেদের নিচু স্তরের সংঠন মজবুত করার জন্য নিজেদের মতো প্রার্থী দেয়। তাঁরা অঘোষিতভাবে দলের প্রার্থী হিসেবেই ভোটে লড়াই করেন।

আরো পড়ুন :- এক নজরে দেখুন দার্জিলিং লোকসভা কেন্দ্রে আগত ৭ বিধান সভায় কার পাল্লা ভারী

পঞ্চায়েত নির্বাচন সাধারণত রাজ্যের প্রতন্ত গ্রামাঞ্চলে হয়ে থাকে। কিছু দিন ধরে কৃষি আইন নিয়ে কৃষকদের অসন্তোষ থাকলে পঞ্চায়েত নির্বাচনে তার প্রভাব পড়ার কথা ছিল। কর্ণাটকের পঞ্চায়েত নির্বাচনে সেই পঞ্চায়েত স্তরেই দেখা যাচ্ছে বিজেপি সমর্থিতদের জয়জয়কার। এই ফলাফল আগামী দিনে সেই রাজ্যে বিজেপির ভীত আরো শক্ত করবে।

Highlights

1. কর্ণাটকের পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ঝড় !

2. আগামী দিনে সেই রাজ্যে বিজেপির ভীত আরো শক্ত করবে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন