Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় শ্রম সংক্রান্ত কর্মশ্রী প্রকল্প (Karmashree Scheme) নিয়ে এসেছে এক বড় ঘোষণা। রাজ্যের অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য এই প্রকল্পে দৈনিক মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপ রাজ্যের শ্রমিকদের জীবন যাত্রার মান উন্নয়নে উল্লেখ যোগ্য ভূমিকা নেবে। আর সরকারের পরিসংখ্যান হিসাবে প্রায় ৩৫% বেতন বৃদ্ধি হয়েছে বিগত কয়েক বছরে।
কর্মশ্রী প্রকল্পে বড় আপডেট বাড়ল দৈনিক মজুরি
পূর্বে কর্মশ্রী প্রকল্পে একজন শ্রমিক দৈনিক 213 পেতেন, ২০২৫ সালের মে মাস থেকে এটি বাড়িয়ে করা হয়েছে 243, অর্থাৎ প্রতিদিন মজুরি 30 করে বেড়েছে, এই বৃদ্ধি রাজ্য জুড়ে প্রায় ৩.৫ লক্ষ কর্মশ্রী শ্রমিকের উপকারে আসবে এবং দিনে দিনে এই স্কিমে আরও অনেক মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:- Air India দিচ্ছে দুর্দান্ত অফার! মাত্র 1300 টাকায় ফ্লাইটের টিকিট! কীভাবে পাবেন? জানুন
কারা এই মজুরির সুবিধা পাবেন?
- গ্রামীণ ও শহুরে নির্মাণ কর্মী
- অস্থায়ী রাস্তাঘাট মেরামত কর্মী
- সাফাই কর্মী ও পরিচ্ছন্নতা কর্মী
- পঞ্চায়েত ও পৌরসভার অধীনে কর্মরত দিন মজুর
- এদের সবাই এখন থেকে নতুন হারে মজুরি পাবেন।
কবে থেকে কার্যকর হচ্ছে নতুন মজুরি?
পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে, ২০২৫ সালের ১৫ মে থেকে এই নতুন মজুরি হার কার্যকর হচ্ছে, এই আপডেটের ফলে শ্রমিকদের উৎসাহ বৃদ্ধি পাবে এবং আরও বেশি মানুষ কর্মশ্রী প্রকল্পে যুক্ত হতে আগ্রহী হবেন। নির্দিষ্ট সময়ের কাজের বিনিময়ে সরকারি মজুরি দেওয়ার জন্য, অস্থায়ী কাজের সুযোগ তৈরি করে দারিদ্র্য দূর করার জন্য, দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের কর্ম সংস্থানের পথ প্রশস্ত করার জন্য।
মোট বাজেটে কিছুটা বাড়তি চাপ পড়লেও এটি একটি সামাজিক দায়বদ্ধতা, দৈনিক মজুরি বৃদ্ধির ফলে মাসিক আয় বাড়বে প্রায় 900, যা নিত্য প্রয়োজনীয় খরচে সামান্য হলেও স্বস্তি দেবে। ভবিষ্যতে কর্মশ্রী প্রকল্পে আরও বেশি শ্রমিককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, পাশাপাশি, ডিজিটাল হাজিরা ও সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মজুরি প্রেরণের ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।
পশ্চিমবঙ্গ সরকারের এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত কর্মশ্রী প্রকল্পে যুক্ত শ্রমজীবী মানুষের জন্য এক ইতিবাচক পদক্ষেপ। এই প্রকল্প যেমন কর্ম সংস্থানের সুযোগ তৈরি করছে, তেমনই সরকারের সামাজিক দায়িত্ব পালনের এক দৃষ্টান্তও। আর অনেকেই ভাবছেন যে আগামী বছরের বিধানসভা ভোটের আগে এই রকমের আরও সিদ্ধান্ত নেওয়া হবে যার মাধ্যমে আখেরে লাভ হবে জনগণের।
আরও পড়ুন:- প্রবল গরমে ট্যান পড়ে মুখ পুরো কালো? এসব ঘরোয়া উপায়ে সমস্যা মিটবে
আরও পড়ুন:- বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে? জানুন আপডেট ও নিয়ম