কলকাতায় রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, বিস্ফোরণ ! কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ 

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- বড়বাজারের পর এবার সল্টলেক। শুক্রবার বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতার (Fire in Kolkata) সল্টলেকের একটি রাসায়নিক কারখানায় (Chemical Factory)। এদিন দুপুরে সল্টলেকের (Saltlake) সেক্টর ফাইভের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।

আরও পড়ুন:- মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? যদি টাকা না আসে, কী করবেন? জেনে নিন

ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগরের সিপি। জানা গিয়েছে, রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও স্পষ্ট নয়। দমকলের মতে, ওই কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত রয়েছে। সেই দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়াতে পারে। দমকলমন্ত্রীর কথায়, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

আরও পড়ুন:- বিজ্ঞানের নয়া আবিষ্কার, ক্রিম লাগালেই গায়েব হবে ভুঁড়ি! কীভাবে কাজ করে? জানুন

সম্প্রতি, কলকাতার বড়বাজারে একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Fire in kolkata Hotel) প্রাণ হারিয়েছেন ১৪ জন। এই ঘটনায় ওই হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন