Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হীরক রাজার দেশের সেই বিখ্যাত জায়গা, ‘যন্তর মন্তর’ । যেখানে গেলেই হতো মগজধোলাই । কয়েক যুগ পেরোলেও সত্যজিৎ রায়ের সেই সৃষ্টি আজও মনের মণিকোঠায় রয়েছে সকল সিনেপ্রেমী মানুষের । এবার সেই রিল হচ্ছে রিয়েল ৷ খোদ কলকাতায় হল যন্তর মন্তর ঘর । যেখানে হবে ‘মগজধোলাই’ !
কলকাতার অন্যতম প্রাচীন কলেজ আশুতোষ কলেজ । সেখানেই তৈরি হয়েছে ‘যন্তর মন্তর’ ঘর । তবে সেখানে মগজধোলাই করে দেওয়া হবে অবসাদ মুক্তির স্বাদ । বর্তমানে মানসিক চাপ, স্ট্রেস ক্রমশ গ্রাস করছে মানুষের জীবনকে । তাই সেই চাপ থেকে মুক্তি পেতেই তৈরি করা হয়েছে এই ঘর । আগামী 24 জুন আনুষ্ঠানিকভাবে এই ঘরের উদ্বোধন হবে ।
আশুতোষ কলেজে তৈরি হচ্ছে ‘যন্তর মন্তর’ ঘর
আশুতোষ কলেজের সাইকোলজি বিভাগের তরফে তৈরি করা হয়েছে এই ঘর, যার নাম রিলাক্সেশন ল্যাবরেটরি । যেখানে জ্যাকবসন’স প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন পদ্ধতিতে হাতে-কলমে পড়ুয়াদের পাঠ দেওয়া হবে । মূলত মানসিক চাপ, অবসাদ দূর করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়, যা শেখানো হয় সাইকোলজি বিভাগে স্নাতক স্তরের প্রথম বর্ষেই । এই ঘরে রয়েছে বিশেষ ধরনের বিশ্রাম নেওয়ার চেয়ার, অক্সিমিটার-সহ আরও বিভিন্ন যন্ত্রপাতি । সেই সমস্ত কিছুর পাঠ দেওয়া হবে । ফলে এই বিভাগের পড়ুয়াদের পাশাপাশি উপকৃত হবেন কলেজের অন্যান্য ছাত্র-ছাত্রীরাও ।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য সেরা বেসরকারি স্কলারশিপ ২০২৫। দেখে নিন
খোদ কলকাতায় হবে মগজধোলাই
বিভাগীয় প্রধান রিমঝিম রায় বলেন, ‘‘ক্লিনিকাল সেট-আপের মাধ্যমে এবার গবেষণাগারে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের । প্রশিক্ষণ দেবেন বিভাগের অধ্যাপকরাই । এতে শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীরা নয়, অন্য বিভাগের ছাত্র-ছাত্রী, অধ্যাপক এবং শিক্ষাকর্মীরাও সুবিধা পাবেন ।’’ কলেজের অধ্যক্ষ মানস কবি জানান, জ্যাকবসন’স প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন কর্মপদ্ধতি সাইকোলজি বিভাগের অন্যতম প্রয়োজনীয় একটি বিষয় । সেটাই হাতে-কলমে শেখার সুযোগ পাবে পড়ুয়ারা । এর ফলে ভবিষ্যতেও ওদের অনেকটাই সুবিধা হবে ।
আরও পড়ুন:- ‘স্তনে হাত দেওয়া…’, ধর্ষণের চেষ্টা নয়, এলাহাবাদ হাইকোর্টের এই রায়ে সুপ্রিম কোর্ট কি বললো, জানুন
আরও পড়ুন:- এই ডিভিশনে বাতিল ও রুট পরিবর্তন একাধিক ট্রেনের, দেখে নিন তালিকা