কলকাতা থেকে সরে গেল KKR-LSG ম্যাচ, জানুন কোথায় খেলা হবে?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ৬ এপ্রিল ইডেনে নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে সরে গেল গুয়াহাটিতে। রামনবমীর দিন কলকাতায় ম্যাচ হলে নিরাপত্তা দিতে সমস্যা হবে। এমনটা আগেই জানিয়েছিল কলকাতা পুলিশ। দফায় দফায় সিএবি কথা বললেও সমাধান হয়নি। বিসিসিআই-ও রাজি হয়নি তারিখ বদলের ব্যাপারে। তাই এই ম্যাচ সরল গুয়াহাটিতে।

রামনবমী উপলক্ষে শহরের নানা প্রান্তে মিছিল হতে পারে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ। বুধবার লালবাজারের পক্ষ থেকে সিএবি-কে এই মর্মে জানিয়ে দেওয়া হয়েছে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘পুলিসের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। রামনবমী রয়েছে। ইডেনে ম্যাচের জন্য প্রায় হাজার চারেক পুলিশ প্রয়োজন হয়। সেটা দেওয়া সম্ভব হচ্ছে না বলেই ম্যাচটি করা যাবে না।’

আরও পড়ুন:- কলকাতা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বিভাগে সাব ইন্সপেক্টর নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

কলকাতা পুলিশের বার্তা সিএবি ভারতীয় বোর্ডকে জানিয়েছে। বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল বোর্ডের সিদ্ধান্তের কোথা। ম্যাচ সরছে গুয়াহাটিতে। ইডেনে শনিবার থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। তবে কলকাতা থেকে ৬ এপ্রিলের ম্যাচ সরে যাওয়ার ঘটনা নতুন বিতর্কের জন্ম দিতে পারে। কারণ অসম পুলিশ এই ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে সমস্যার কথা বলনি। কেন কলকাতায় হোম ম্যাচ খেলতে পারবে না কেকেআর? এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গত মরসুমেও এমন ঘটনা ঘটেছিল। সেই সময় তারিখ বদল হলেও এবারে আর হল না।

তা নিয়ে  ২২ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক। এবার এক অভিনব উদ্যোগের শামিল হতে চলেছেন ইডেনের ৬৫ হাজার দর্শক। ২২ মার্চ ইডেনে ঢোকার সময় প্রত্যেক দর্শকের হাতে একটি বিশেষ রিস্ট ব্যান্ড এবং চশমা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় মিউজিকের তালে তালে সেই চশমা এবং রিস্ট ব্যান্ড জ্বলতে থাকবে। যা আমেরিকা বা ইওরোপের ব্যান্ড শিল্পীদের অনুষ্ঠানে দেখা যায়। ওই সময় ইডেনের নৈশালোকও বন্ধ থাকবে।

তবে, নিরাপত্তার দিকটি নিয়ে ভাবা হয়েছে। সেকারণেই বৃহস্পতিবার রাতে ইডেন পরিদর্শন করবেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। জানা গিয়েছে, মাঠের ঠিক মাঝখানেই মূল অনুষ্ঠানের মঞ্চ বাঁধা হবে। সন্ধে ৬টা ২৫ থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সাড়ে সাতটা থেকে ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। ২০০৮ সালেও এও দুই দলের ম্যাচ দিয়েই আইপিএল শুরু হয়েছিল বেঙ্গালুরুতে।

আরও পড়ুন:- সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? এই 5 নিয়ম মেনে চললেই আপনার চাকরি পাওয়া কেউ আটকাতে পারবে না

আরও পড়ুন:- কোন ভুলের কারণে গ্রীষ্মে আগুন লাগে সাধের EV গাড়িতে? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন