Bangla News Dunia, বাপ্পাদিত্য:-কলকাতা-সহ রাজ্যের মোট পাঁচটি জায়গায় আজ সকাল থেকেই চলছে চিরুনি তল্লাশি । এই তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সিজিও কমপ্লেক্স সূত্রে খবর, মূলত কলকাতার বালিগঞ্জ ও নিউটাউন এলাকায় চলছে এই তল্লাশি ।
এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতি হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতেই সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা ।
ইডি সূত্রে খবর মূলত, অনাবাসী ভারতীয়দের বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই কোটায় সিট পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা আত্মসাৎ করা হত । সেই মামলাতেই উপরমহল থেকে নির্দেশ পাওয়ার পর তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।
আজ সকালে বালিগঞ্জের বসন্ত রায় রোডের একটি আবাসনে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল । তল্লাশি চালানো হয় নিউটাউনের সিই ব্লকের আবাসনে সৌরভ সাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতেও । অভিযোগ, সেখানে একটি কোচিং সেন্টার চালানো হত । এছাড়াও এই তল্লাশি অভিযান চলছে পার্ক সার্কাসে ।
সূত্রের খবর, আগে রাজ্যের প্রায় 18টি বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি । সেখান থেকে ভর্তি সংক্রান্ত নানা নথি ও কম্পিউটারের তথ্যও বাজেয়াপ্ত করেছিলেন ইডির গোয়েন্দারা । তদন্তকারীদের দাবি, ওই সব নথি যাচাই ও ভর্তি সংক্রান্ত নানা বেআইনি তথ্য যাচাই করার পরেই গোটা ঘটনার নথিতে কারচুপি সামনে এসেছে । আগের সেই তল্লাশি অভিযানের ভিত্তিতেই আজ নতুন করে রাজ্যের বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । মূলত এই দুর্নীতির লভ্যাংশের টাকা কোন কোন খাতে খরচ হয়েছিল সেই বিষয়টিও তাঁরা খতিয়ে দেখছেন ।
আরও পড়ুন:- সন্তানদের আমেরিকা বর্ডারে ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় বাবা-মা, কারণ জেনে নিন